আয়ারল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৪ নভেম্বর ২০২৫, ১৩:১২
শেয়ার :
আয়ারল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারাল বাংলাদেশ

সিলেট টেস্টে ইনিংস ব্যবধানে হার এড়ানোর জন্য আয়ারল্যান্ডের প্রয়োজন ছিল আরও ২১৫ রান, আর ইনিংসে জয় পেতে বাংলাদেশের দরকার ছিল ৫ উইকেট। চতুর্থ দিনের প্রথম ও দ্বিতীয় সেশনে মোটামুটি লড়াই করলেও ইনিংস হার এড়াতে পারেনি আইরিশরা। 

আজ ১৬৮ রান যোগ করেও দ্বিতীয় ইনিংসে ২৫৪ রানে অলআউট হয়ে ইনিংস ও ৪৭ রানের হার দেখল সফরকারীরা। টেস্টে বাংলাদেশের এটা ২৪তম জয়। ইনিংস ব‍্যবধানে চতুর্থ।

এর আগে, প্রথম ইনিংসে আইরিশদের করা ২৮৬ রানের জবাবে মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে ৫৮৭ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ৩০১ রানের বোঝা মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ৮৬ রান তুলতেই তৃতীয় দিন শেষে ৫ উইকেট হারায় আয়ারল্যান্ড। 

ইনিংস হার এড়ানোর লক্ষ্যে খেলতে নেমে ১১৬ রানে ষষ্ঠ উইকেট হারায় আয়ারল্যান্ড। সপ্তম উইকেটে প্রতিরোধ গড়েন অ্যান্ডি ম্যাকব্রাইন ও অ্যান্ডি বালবিরনি। ৬৬ রান যোগ করেন এই দুজন। দলীয় দুই শ’র আগে আউট হয়ে যান এই দুজনই। ম্যাকব্রাইন ৫২ ও বালবিরনি ৩৮ রান করেন। 

শেষদিকে দারুণ ব্যাটিং করেন জর্ডান নেইল আর ব্যারি ম্যাকার্থিও। ৫৪ রানের জুটি গড়েন এই দুজন। আইরিশদের টেস্ট ইতিহাসে নবম উইকেটে যা তাদের সর্বোচ্চ জুটি। দলীয় ২৫২ রানে নেইল ও ২৫৪ রানে ম্যাকার্থির বিদায়ে অলআউট হয় আইরিশরা। ৪ উইকেট নিয়ে বাংলাদেশ দলে সবচেয়ে সফল হাসান মুরাদ। এছাড়া তাইজুল ইসলাম ৩টি ও গতি দিয়ে বাজিমাত করা নাহিদ রানা দুইটি উইকেট শিকার করেছেন।