বাংলাদেশের জন্য তিনটি চ্যালেঞ্জ রয়েছে: আইএমএফ
সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং সংস্কার কার্যক্রম বাস্তবায়নে অগ্রগতি হলেও বাংলাদেশকে এখনও সামষ্টিক-আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এ ক্ষেত্রে তিন ধরনের চ্যালেঞ্জ রয়েছে। এগুলো হচ্ছে- দুর্বল রাজস্ব, ঝুঁকিপূর্ণ আর্থিক খাত ও ক্রমবর্ধমান উচ্চ মূল্যস্ফীতি। চলমান ৪৭০ কোটি ডলার ঋণ কর্মসূচির আওতায় ৫ম পর্যালোচনা শেষে ঢাকা সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রতিনিধি দল গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা জানায়।
আইএমএফ বলেছে, রাজস্ব স্থায়িত্ব ও সামষ্টিক-আর্থিক স্থিতিশীলতা রক্ষা করার পাশাপাশি শক্তিশালী এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি পুনরুদ্ধারের জন্য রাজস্ব ও আর্থিক খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় সাহসী নীতিমালা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নীতিগত পদক্ষেপ গ্রহণে বিলম্বিত বা অপর্যাপ্ত হলে সে ক্ষেত্রেও ঝুঁকি বিদ্যমান থাকবে।
আরও পড়ুন:
আকতার পারভেজ সর্বোচ্চ ভোটে সিএসই পরিচালক
মধ্যমেয়াদে বাংলাদেশের প্রবৃদ্ধির সম্ভাবনা উন্মোচন এবং আরও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন অর্জনের জন্য শাসনব্যবস্থা শক্তিশালীকরণ, যুব বেকারত্ব রোধ এবং অর্থনৈতিক বৈচিত্র্য বাড়াতে ব্যাপক কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্বারোপ করেছে সংস্থাটি।
আরও পড়ুন:
বৃহত্তম হিমশৈল