নেপালের বিপক্ষে পিছিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ
১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগে প্রস্তুতি হিসেবে নেপালের বিপক্ষে খেলছে বাংলাদেশ। তবে প্রথমার্ধ নিজেদের পক্ষে এল না হাভিয়ের কাবরেরার শিষ্যদের। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ১-০ গোলে পিছিয়ে আছেন জামাল ভূঁইয়ারা।
কিউবা মিচেল ও শমিত সোমকে ছাড়াই আজ খেলতে নামে বাংলাদেশ। তবে আমেরিকান প্রবাসী জায়ান আহমেদকে খেলানো হয় শুরু থেকেই। নেপাল ও বাংলাদেশের মধ্যে প্রথম দিনে মাঝমাঠেই খেলা হয়। একাধিক কর্নার পেলেও সুবিধা করতে পারছিলেন না জামালরা।
বাংলাদেশ প্রথম বড় সুযোগ পায় ম্যাচের ২৬তম মিনিটে। নেপাল বক্সের কাছাকাছি ফাহিমের পা হয়ে বল গিয়েছিল রাকিবের কাছে। ফাহিম ফিরতি বল পেলেও নিয়ন্ত্রণে নিতে পারেননি। নেপাল গোলকিপার বল নিজের নাগালে নিয়েছেন।
যদিও ৩ মিনিট পরই সুযোগ কাজে লাগায় নেপাল। চাপের মধ্যে থাকা নেপাল আচমকাই বল নিয়ে ঢুকে যায় বাংলাদেশের রক্ষণে। কাট ব্যাক থেকে বল পেয়ে নিচু শটে বল জালে জড়ান রোহিত চাঁদ। পিছিয়ে পড়ার পর বাংলাদেশ আক্রমণে ধার বাড়ায়। তবে বিরতিতে যাওয়ার আগে আক্রমণে কিছুটা গতি দেখা গেলেও আসল কাজটি হয়নি। বাংলাদেশ বিরতিতে গেছে এক গোলে পিছিয়ে থেকে।