শমিতকে ছাড়াই নেপালের বিপক্ষে বাংলাদেশের একাদশ

স্পোর্টস ডেস্ক
১৩ নভেম্বর ২০২৫, ১৮:৩৮
শেয়ার :
শমিতকে ছাড়াই নেপালের বিপক্ষে বাংলাদেশের একাদশ

এশিয়ান কাপ বাছাইয়ে নিয়মরক্ষার ম্যাচে আগামী ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। তার আগে আজ নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছে লাল-সবুজ জার্সিধারীরা। রাত আটটায় জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ম্যাচে প্রবাসী ফুটবলার শমিত সোমকে ছাড়াই একাদশ ঘোষণা করেছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। 

কানাডা থেকে দীর্ঘ ভ্রমণ করে গত পরশু রাতে ঢাকায় পৌঁছান শমিত। বিশ্রামের জন্যই মূলত শুরুর একাদশে তাকে রাখেননি কাবরেরা। এর আগে ঢাকায় হংকং ম্যাচের সময়ও একই কৌশল নিয়েছিলেন বাংলাদেশ কোচ। পরে হংকংয়ের মাঠে শুরুর একাদশেই রাখেন শমিতকে। 

ম্যাচে যথারীতি গোলবারের নিচে দাঁড়াচ্ছেন মিতুল মারমা। সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে তারিক কাজী ও তপু বর্মণ রয়েছেন। তাদের দুই পাশে আছেন ফুলব্যাক সাদ উদ্দিন ও জায়ান আহমেদ। আমেরিকান প্রবাসী জায়ান ৯ অক্টোবর ঢাকায় হংকংয়ের বিপক্ষে বদলি নেমে দারুণ পারফরম্যান্স করেছিলেন। এরপর ১৪ অক্টোবর অ্যাওয়ে ম্যাচে তাকে একাদশে রেখেছিলেন কোচ।

অনেক দিন পর একাদশে ফিরেছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। মাঝমাঠে তার সঙ্গে আছেন হামজা চৌধুরী ও দুই সোহেল রানা। ফরোয়ার্ড হিসেবে রয়েছেন ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন।

বাংলাদেশ একাদশ: মিতুল মারমা (গোলরক্ষক), তপু বর্মণ, তারিক কাজী, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী, সোহেল রানা, মো. সোহেল রানা, ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন।