এশিয়ান আর্চারিতে কুলসুমের হাত ধরে বাংলাদেশের ব্রোঞ্জ
এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতলেন বাংলাদেশের কুলসুম আক্তার মনি। সেমিফাইনালে ভারতের প্রাদ্বীপ প্রিথিকার সঙ্গে দারুণ লড়াইয়ের পর হারলেও ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে চাইনিজ তাইপের (Chen Si-yu) চেন সি উকে ১৪৫-১৪৪ স্কোরে হারান কুলসুম।
এই প্রথম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপসে এককের ইভেন্ট থেকে পদক পেল বাংলাদেশ। আর্মি স্টেডিয়ামে বৃহস্পতিবার দিনের দ্বিতীয় সেশনে শুরুর সেট ৩০-২৯ ব্যবধানে হারেন কুলসুম। পরে দুই সেট ২৯-২৯, ২৯-২৯ শেষের পর চতুর্থ সেটেও হেরে বসেন ২৯-২৮ পয়েন্টে। তখন ব্রোঞ্জ হারানোরও শঙ্কা পেয়ে বসে। কিন্তু পঞ্চম ও শেষ সেটে দারুণ খেলে ৩০-২৭ ব্যবধানে জিতে এশিয়ান আর্চারিতে প্রথম ব্যক্তিগত পদক পাওয়ার উচ্ছ্বাসে ভাসেন কুলসুম।
এই নিয়ে চলতি আসরে দুইটি পদক এল বাংলাদেশের ঘরে। সকালের সেশনে বন্যা আক্তার ও হিমু বাছাড়া জুটি এনে দিয়েছিলেন মিশ্র দ্বৈতের রুপা। এর আগে ২০২১ সালের আসরে তিনটি পদক পেয়েছিল বাংলাদেশ। সেগুলো ছিল রিকার্ভ মিশ্র দ্বৈত ও রিকার্ভ নারী ও পুরুষের দলগত ইভেন্টে।
পদক জিতে কুলসুম বলেন, ‘দিনের শেষটা খুব ভালো হয়েছে, আমি কিন্তু প্রথমে ভয় পেয়ে যাই। ভেবেছিলাম, হয়তো বা কিছুই পাবো না। শেষ পর্যন্ত লড়াই করেছি, সুন্দর ফিনিশিং করেছি। এটা আর্চারি, কখন কি হয়ে যায় বলা যায় না। প্রথমে আপসেট হয়ে গিয়েছিলাম, মনে হচ্ছিল আর পারলাম না। ও (প্রতিপক্ষ আরচ্যার) যখন আট মারে তখন আমি সম্ভাবনা দেখি। আমার জীবনে সবচেয়ে বেশি খুশি হয়েছি আজ। অনেক রোমাঞ্চিত আমি। কারণ এটা আমার প্রথম আন্তর্জাতিক পদক। আমি পদক নিশ্চিত হওয়ার পর খুশিতে কেঁদে দিয়েছি।’