১৭৯ রান করার ৬ বছর পর উইন্ডিজ দলে ক্যাম্পবেল
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে ৬ বছর পর ডাক পেয়েছেন ওপেনার জন ক্যাম্পবেল। ২০১৯ সালের মে মাসে ১৩৭ বলে ১৭৯ রানের ইনিংস খেলার পর এই প্রথম দলে ডাক পেলেন তিনি।
আয়ারল্যান্ডের বিপক্ষে দানবীয় সেই ইনিংসের পর চোটের কারণে দলের বাইরে ছিটকে যান ক্যাম্পবেল। এরপর অন্যান্য সংস্করণে খেললেও আর ওয়ানডে খেলার সুযোগই পাননি। সম্প্রতি টেস্ট ও ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে উইন্ডিজ দলে জায়গা করে নিলেন তিনি।
ক্যাম্পবেল ফেরায় বাদ পড়েছেন ব্র্যান্ডন কিং। সবশেষ বাংলাদেশের বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়েছেন দুই বাঁহাতি স্পিনার আকিল হোসেন, গুডাকেশ মোটি ও বাঁহাতি পেসার র্যামন সিমন্ডসও। প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন পেসার জোহান লেইন ও পেস বোলিং অলরাউন্ডার শামার স্প্রিঙ্গার।
আগামী রোববার ক্রাইস্টচার্চ ওয়ানডে দিয়ে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ নেপিয়ার ও হ্যামিল্টনে। টি-টোয়েন্টি সিরিজে কিউইরা জিতেছে ৩-১ ব্যবধানে।
ওয়েস্ট ইন্ডিজ দল: শেই হোপ (অধিনায়ক), আলিক আথানেজ, আকিম ওগিস, জন ক্যাম্পবেল, কেসি কার্টি, রোস্টন চেইস, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রেভস, আমির জাঙ্গু, জোহান লেইন, খ্যারি পিয়ের, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড ও শামার স্প্রিঙ্গার।