ফিফটির বন্যা বইয়ে যত রেকর্ড গড়ল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৩ নভেম্বর ২০২৫, ১৫:৫৫
শেয়ার :
ফিফটির বন্যা বইয়ে যত রেকর্ড গড়ল বাংলাদেশ

সিলেট টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। আইরিশদের করা ২৮৬ রানের জবাবে ৮ উইকেটে ৫৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করে টাইগাররা। বিশাল এই ইনিংস গড়ার পথে একাধিক রেকর্ড গড়েছে লাল-সবুজ জার্সিধারীরা। 

টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের প্রথম চার ব্যাটারই ফিফটির দেখা পেয়েছেন। এর মধ্যে মাহমুদুল হাসান জয়, ১৭১, সাদমান ইসলাম ৮০, মুমিনুল হক ৮২ ও নাজমুল হোসেন শান্ত ১০০ রান করেছেন। টেস্টে এই প্রথম এক ইনিংসে বাংলাদেশের প্রথম চার ব্যাটারই ফিফটি পেলেন। 

যদিও টেস্ট ইতিহাসে এক ইনিংসে কোনো দলের প্রথম চার ব্যাটসম্যানের ফিফটি পাওয়ার ঘটনা অসংখ্যবার ঘটেছে। টেস্টে এ পর্যন্ত ৮৩ বার এক ইনিংসে প্রথম চার ব্যাটারকে ফিফটি হাঁকাতে দেখা গেছে। প্রথম পাঁচ ব্যাটারই ফিফটি পেয়েছেন ২৪ট ইনিংস। প্রথম ছয় ব্যাটারের ফিফটি পাওয়ার ঘটনা ৬টি। প্রথম সাত ব্যাটারের ফিফটি পাওয়ার ঘটনাও আছে একটি।

বাংলাদেশের প্রথম চার ব্যাটারই প্রথম ইনিংসে ৮০ বা তার বেশি রান পেয়েছেন। টেস্ট ইতিহাসে এই কীর্তি গড়া হয়েছে অবশ্য মাত্র ১১ বার। ইনিংসে প্রথম চার ব্যাটার ছাড়াও ফিফটি পেয়েছেন ছয়ে নামা লিটন দাস। এই নিয়ে পঞ্চমবারের মতো বাংলাদেশের ক্রিকেটাররা ইনিংসে পাঁচটি ফিফটি হাঁকিয়েছেন।