অষ্টম সেঞ্চুরি করে শান্তর বিদায়

স্পোর্টস ডেস্ক
১৩ নভেম্বর ২০২৫, ১৩:৫১
শেয়ার :
অষ্টম সেঞ্চুরি করে শান্তর বিদায়

আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরির পর আউট হয়েছেন নাজমুল হোসেন শান্ত। তিনি ১১৪ বলে ১৪টি চারে নিজের ইনিংস সাজান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩৮ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৫৭৫ রান করেছে বাংলাদেশ। টাইগাররা ২৮৯ রানের লিড নিয়েছে।

আজ বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ওভারেই ব্যারি ম্যাকার্থির বলে আউট হন মাহমুদুল হাসান জয়। উইকেটরক্ষক টাকারকে ক্যাচ দেওয়া এই ওপেনার ২৮৬ বলে ১৪টি চার ও ৪টি ছক্কা হাঁকান। এক ওভার পরেই একই বোলারের বলে মাঠ ছাড়েন গতকালের আরেক সেট ব্যাটার মুমিনুল হক। এই বাঁহাতি অভিজ্ঞ ব্যাটার ১৩২ বলে ৫টি চার ও টি ছক্কায় ৮২ রান করেছেন। দ্বিতীয় উইকেট জুটিতে তারা ২৭২ বলে ১৭৩ রান করেছেন।

এরপর অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ব্যক্তিগত ২৩ রানে ম্যাথিউ হামফ্রেসের বলে আউট হয়েছেন।

পঞ্চম উইকেট জুটিতে নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস ১০৭ বলে ৯৮ রান তোলেন। যেখানে হামফ্রেসেরে বলে ৬০ রান করে আউট হন লিটন দাস। তিনি ৬৬টি বলে ৮টি চার ও একটি ছক্কায় তার ইনিংস গড়েন। হামফ্রেসের চতুর্থ শিকার হয়ে ১৭ রানে ফেরেন মেহেদী হাসান মিরাজ।

এর আগে আয়ারল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে ২৮৬ রানে অলআউট হয়। জবাবে ব্যাট করা বাংলাদেশ দ্বিতীয় দিন শেষে ১ উইকেট হারিয়ে ৩৩৮ রান করেছিল।