কার্ডিফে শুরু, ওয়েম্বলিতে ফাইনাল

স্পোর্টস ডেস্ক
১৩ নভেম্বর ২০২৫, ১৩:১৭
শেয়ার :
কার্ডিফে শুরু, ওয়েম্বলিতে ফাইনাল

ইউরো ২০২৮ ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ওয়েলসের রাজধানী কার্ডিফে, আর সেমিফাইনাল ও ফাইনাল আয়োজিত হবে লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে।

ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও আয়ারল্যান্ড প্রজাতন্ত্র-এই চারটি যৌথ আয়োজক দেশে মোট নয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ২৪ দলের এই টুর্নামেন্ট।

মূল আয়োজক হওয়ার কথা ছিল উত্তর আয়ারল্যান্ডেরও, কিন্তু অর্থের অভাবে বেলফাস্টের কেইসমেন্ট পার্ককে বাদ দেওয়া হয়েছে।

বুধবার লন্ডনে ইউরো ২০২৮-এর আনুষ্ঠানিক উদ্বোধনের সময় ইউরোপিয়ান ফুটবল সংস্থা (উয়েফা) নিশ্চিত করেছে যে টুর্নামেন্টের প্রথম ম্যাচ হবে কার্ডিফে।

আগের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপগুলোর বিপরীতে এবার আয়োজক দেশগুলোকে বাছাই পর্ব খেলেই মূল পর্বে জায়গা পেতে হবে। তবে তারা সরাসরি যোগ্যতা অর্জন করলে নিজেদের দেশে গ্রুপপর্বের ম্যাচগুলো খেলতে পারবে।

চার আয়োজক দেশকে আলাদা বাছাই গ্রুপে রাখা হবে, আর যারা বাছাই পর্বে সরাসরি জায়গা পাবে না, তাদের মধ্যে সর্বোচ্চ র‌্যাঙ্কধারী দুই দলকেও মূলপর্বে সুযোগ দেওয়া হবে।

কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে কার্ডিফের প্রিন্সিপ্যালিটি স্টেডিয়াম, ডাবলিনের অ্যাভিভা স্টেডিয়াম, গ্লাসগোর হ্যাম্পডেন পার্ক এবং লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে—যেখানে ১৯৯৬ এবং ২০২০ আসরেও সেমিফাইনাল ও ফাইনাল হয়েছিল।

ইংল্যান্ডে আরও পাঁচটি ভেন্যু ব্যবহৃত হবে-ম্যানচেস্টার সিটির ইতিহাদ স্টেডিয়াম, টটেনহ্যাম হটস্পার স্টেডিয়াম, ভিলা পার্ক (বার্মিংহাম), এভারটনের হিল ডিকিনসন স্টেডিয়াম এবং নিউক্যাসলের সেন্ট জেমস’ পার্ক।

যদি ইংল্যান্ড সরাসরি যোগ্যতা অর্জন করে, তবে তারা গ্রুপপর্বের প্রথম ম্যাচ খেলবে ইতিহাদ স্টেডিয়ামে, এরপর বাকিগুলো ওয়েম্বলিতে। গ্রুপ চ্যাম্পিয়ন হলে শেষ ষোলোতে খেলবে সেন্ট জেমস’ পার্কে, আর দ্বিতীয় হলে হিল ডিকিনসন স্টেডিয়ামে।

বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ৬ ডিসেম্বর, বেলফাস্টে।

এদিকে ইভেন্ট চলাকালে বাইরে একটি ছোট ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ হয়, যেখানে প্রতিবাদকারীরা ইসরায়েলের উয়েফা সদস্যপদ নিয়ে স্লোগান দেন।