বাংলাদেশের ৫০০
আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে নামজুল হোসেন শান্ত ও লিটন দাসের ব্যাটে চড়ে দলীয় ৫০০ ছাড়িয়েছে টাইগাররা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ৫০৮ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে অপরাজিত আছেন নামজুল হোসেন শান্ত ও লিটন দাস। বাংলাদেশ ২২২ রানের লিড নিয়েছে।
আজ বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ওভারেই ব্যারি ম্যাকার্থির বলে আউট হন মাহমুদুল হাসান জয়। উইকেটরক্ষক টাকারকে ক্যাচ দেওয়া এই ওপেনার ২৮৬ বলে ১৪টি চার ও ৪টি ছক্কা হাঁকান। এক ওভার পরেই একই বোলারের বলে মাঠ ছাড়েন গতকালের আরেক সেট ব্যাটার মুমিনুল হক। এই বাঁহাতি অভিজ্ঞ ব্যাটার ১৩২ বলে ৫টি চার ও টি ছক্কায় ৮২ রান করেছেন। দ্বিতীয় উইকেট জুটিতে তারা ২৭২ বলে ১৭৩ রান করেছেন।
এরপর অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ব্যক্তিগত ২৩ রানে ম্যাথিউ হামফ্রেসের বলে আউট হয়েছেন।
এর আগে আয়ারল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে ২৮৬ রানে অলআউট হয়। জবাবে ব্যাট করা বাংলাদেশ দ্বিতীয় দিন শেষে ১ উইকেট হারিয়ে ৩৩৮ রান করে।