বিপিএলে ১২ বছর পর ফিরছে খেলোয়াড় নিলাম পদ্ধতি

স্পোর্টস ডেস্ক
১৩ নভেম্বর ২০২৫, ০৯:৪০
শেয়ার :
বিপিএলে ১২ বছর পর ফিরছে খেলোয়াড় নিলাম পদ্ধতি

১২ বছর পর আবারও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিরছে খেলোয়াড় নিলাম ব্যবস্থা। বুধবার এক ঘোষণায় বিপিএল গভর্নিং কাউন্সিল এ তথ্য জানিয়েছে। বিপিএলের প্রথম দুই আসর (২০১২ ও ২০১৩)-এ খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হয়েছিল, এরপরের নয়টি আসরে ব্যবহৃত হয়েছে খেলোয়াড় ড্রাফট পদ্ধতি।

আগামী ২৩ নভেম্বর রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হবে এবারের খেলোয়াড় নিলাম। সেখানে অংশ নেবে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি-ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স ও সিলেট টাইটানস-যারা আসন্ন ১২তম আসরের দল গঠন করবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এ নিলামকে নতুন ফ্র্যাঞ্চাইজি মালিকানা চক্রের সূচনা হিসেবে বর্ণনা করা হয়েছে। বিসিবি জানায়, এবারের নিলামে একটি নবগঠিত ও স্বচ্ছ বিডিং প্রক্রিয়া চালু হবে, যা আন্তর্জাতিক টি২০ ফ্র্যাঞ্চাইজি মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

নতুন নিয়মে স্থানীয় খেলোয়াড়দের ছয়টি ক্যাটাগরিতে, আর বিদেশি খেলোয়াড়দের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হবে। স্থানীয় ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়দের মূল মূল্য ধরা হয়েছে ৫০ লাখ টাকা, এবং প্রতি ধাপে ৫ লাখ টাকা করে দর বাড়বে। বিদেশি খেলোয়াড়দের সর্বোচ্চ ক্যাটাগরির মূল মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার মার্কিন ডলার, এবং প্রতি ডাকে ৫ হাজার ডলার করে বৃদ্ধি পাবে।

প্রতিটি ফ্র্যাঞ্চাইজি নিলামের আগে সর্বোচ্চ দুইজন দেশি (এ ও বি ক্যাটাগরি) এবং এক বা দুইজন বিদেশি খেলোয়াড়কে সরাসরি চুক্তিতে নিতে পারবে, তবে এর জন্য বিপিএল গভর্নিং কাউন্সিলের অনুমোদন লাগবে।

নিলামটি অনুষ্ঠিত হবে দুই ধাপে— প্রথমে স্থানীয় খেলোয়াড়, পরে বিদেশি খেলোয়াড়। প্রতিটি দলকে নিলাম থেকে অন্তত ১১ জন দেশি খেলোয়াড় কিনতে হবে, এবং সর্বোচ্চ ১৫ জন দেশি খেলোয়াড় রাখতে পারবে। সরাসরি চুক্তিবদ্ধ খেলোয়াড়রা এই সংখ্যার বাইরে থাকবে।

স্থানীয় খেলোয়াড়দের জন্য প্রতিটি দলের সর্বোচ্চ বাজেট সীমা ৪ কোটি ৫০ লাখ টাকা, যা সরাসরি সই করা খেলোয়াড়দের পারিশ্রমিকের বাইরে গণ্য হবে।

বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে দলগুলো যতজন ইচ্ছা নিবন্ধন করতে পারবে, তবে খেলার একাদশে দুই থেকে চারজন পর্যন্ত বিদেশি খেলোয়াড় রাখা যাবে। প্রতিটি দলকে নিলাম থেকে অন্তত দুইজন বিদেশি খেলোয়াড় নিতে হবে।

বিদেশি খেলোয়াড়দের জন্য সর্বোচ্চ বাজেট সীমা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, যার মধ্যে সরাসরি চুক্তিবদ্ধ খেলোয়াড়দের পারিশ্রমিকও অন্তর্ভুক্ত থাকবে। কোনো দল নির্ধারিত দরসীমা অতিক্রম করতে পারবে না।

নিলামে কেনা খেলোয়াড়দের পারিশ্রমিক তিন কিস্তিতে পরিশোধ করতে হবে—

২৫ শতাংশ চুক্তির সময়, ৫৫ শতাংশ দলের শেষ লিগ ম্যাচের আগে, এবং বাকি ২০ শতাংশ টুর্নামেন্ট শেষে ৩০ দিনের মধ্যে। সব অর্থপ্রদান জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিয়ম অনুযায়ী করতে হবে।

নিলাম শেষে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিটি দলকে চূড়ান্ত স্কোয়াড তালিকা বিপিএল গভর্নিং কাউন্সিলে জমা দিতে হবে। সকল খেলোয়াড়ের চুক্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মানসম্মত ত্রিপক্ষীয় ফরম্যাটে সম্পন্ন হবে।