র্যাঙ্কিংয়ে সালমান-সাইমদের উত্থান
ঘরের মাঠে ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকার বিপক্ষে ভালো ক্রিকেট খেলেছে পাকিস্তান। সেটির ছাপ পড়েছে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়েও। অনেক এগিয়েছেন সালমান আলী আগা-সাইম আইয়ুবরা।
শ্রীলংকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৯ চারে ৮৭ বলে ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলেন সালমান। রোমাঞ্চকর লড়াইয়ের ম্যাচটি ৬ রানে জিতে সিরিজে এগিয়ে যায় স্বাগতিকরা। এর ফলে ১৪ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ১৬ নম্বরে আছেন তিনি।
লংকানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৬ রান করে আউট হলেও দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে হারানো সিরিজের শেষ দুই ওয়ানডেতে যথাক্রমে ৫৩ ও ৭৭ রান করেন সাইম আইয়ুব। ১৮ ধাপ এগিয়ে আফগানিস্তানের রহমাত শাহর সঙ্গে যৌথভাবে ৩৫তম স্থানে তিনি।
৪ ধাপ এগিয়ে ১৫তম স্থানে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক, ৮ ধাপ এগিয়ে ৪৯তম স্থানে ম্যাথু ব্রিটস্কি ও ৭ ধাপ এগিয়ে ৬৪তম অবস্থান টনি ডি জর্জির। ব্যাটারদের মধ্যে আগের মতোই সবার ওপরে ভারতের রোহিত শর্মা, বোলারদের মধ্যে আফগানিস্তানের রশিদ খান।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ২৭ রানে ৪ উইকেট নিয়ে ১৮ ধাপ এগিয়েছেন আবরার আহমেদ। পাকিস্তানের এই লেগ স্পিনার এখন আছেন ২০ নম্বরে। পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ৫৪ রানে ৩ উইকেট নিয়ে এক ধাপ উন্নতি করেছেন; এই লেগ স্পিনার আছেন নবম স্থানে। বড় লাফ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার নান্দ্রে বার্গার; ৪৬ ধাপ এগিয়ে এই পেসার আছেন ৭৩তম স্থানে।
এদিকে, টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যে আগের মতো শীর্ষে ভারতের বরুন চক্রবর্তী। আফগানিস্তানের রাশিদ খান এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে। ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে ৪ উইকেট নিয়ে ৬ ধাপ এগিয়ে তৃতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি।
ব্যাটারদের মধ্যে যথারীতি চূড়ায় ভারতের অভিষেক শার্মা। নিউজিল্যান্ডের টিম রবিনসন ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৮ ধাপ এগিয়ে এখন ২৩ নম্বরে। তার সতীর্থ ড্যারিল মিচেল (৪৩তম) ও মার্ক চ্যাপম্যানের (৪৬তম) উন্নতি যথাক্রমে ৭ ও ৯ ধাপ করে। টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে সাইম।