‘রোবট নই, আমরা মানুষ’
আন্তর্জাতিক ক্রিকেটের ‘নির্দয় বাস্তবতা’ নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন পাকিস্তানি পেসার হারিস রউফ। তার ভাষায়, ক্রিকেটারদের কাছ থেকে এমন প্রত্যাশা করা হয় যেন তারা মানুষ নয়, রোবট-অথচ খারাপ দিন সবারই আসতে পারে। সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স, বিশেষ করে ভারতের বিপক্ষে এশিয়া কাপ ফাইনালে হতাশাজনক প্রদর্শনের সমালোচনার জবাবে এমনই মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার শ্রীলংকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৪ উইকেট নিয়ে ৬ রানের রুদ্ধশ্বাস জয়ে দলকে নেতৃত্ব দেন হারিস। ম্যাচের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের জন্য কোনো ক্ষমা নেই। আমাদের কাছ থেকে সব সময় নিখুঁত পারফরম্যান্স আশা করা হয়, যেন আমরা রোবট। কিন্তু আমরা মানুষ, আমাদেরও খারাপ দিন আসতে পারে।’
এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে ৩.৪ ওভারে ৫০ রান খরচ করে ছিলেন সবচেয়ে ব্যয়বহুল বোলার। সেই পারফরম্যান্স নিয়ে প্রশ্নের জবাবে রউফ বলেন, ‘সব পরিকল্পনা সব সময় কাজ করে না। খারাপ দিন আসতে পারে, কিন্তু হাল ছেড়ে দেওয়া যায় না। নিজের দক্ষতার ওপর বিশ্বাস রাখতে হয় এবং ভুলগুলো শুধরাতে হয়। পেশাদার ক্রিকেটার হিসেবে যে কারও খারাপ দিন আসতেই পারে।’
সমর্থকদের হতাশা প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনো খেলোয়াড়ই সমালোচনা পছন্দ করে না। সবাই মত দিতে পারেন, কিন্তু আমাদের ক্ষেত্রে ক্ষমা নেই। আপনি হয়তো টানা ১০টা ভালো ম্যাচ খেললেন, কিন্তু একদিন খারাপ খেললে সবাই সেটাই মনে রাখে।’