শুভমান গিলের সঙ্গে কী সম্পর্ক শেহনাজের?

স্পোর্টস ডেস্ক
১২ নভেম্বর ২০২৫, ১২:৪৪
শেয়ার :
শুভমান গিলের সঙ্গে কী সম্পর্ক শেহনাজের?

বলিউড অভিনেত্রী ও টেলিভিশন তারকা শেহনাজ গিল সম্প্রতি ভারতীয় ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে নিজের ‘সম্পর্ক’ নিয়ে চলা জল্পনা নিয়ে মুখ খুলেছেন। বিগ বসের ১৩তম আসরে অংশ নিয়ে জনপ্রিয়তা পাওয়া শেহনাজ এরপর একাধিক মিউজিক ভিডিওতে অভিনয় করেন এবং সালমান খানের সিনেমা কিসি কা ভাই কিসি কি জান-এর মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার। তবে একই পদবির কারণে অনেকেই ধারণা করেছিলেন, শেহনাজ ও শুভমান হয়তো আত্মীয়।

সম্প্রতি রণবীর আল্লাহাবাদিয়ার পডকাস্টে অতিথি হিসেবে অংশ নিয়ে শেহনাজ মজার ছলে বিষয়টি নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘ও আমার ভাই হবে! ও হয়তো আমাদের দিকেরই-অমৃতসর সাইডের। যখন ও ট্রেন্ড করে, তখন আমিও একটু ট্রেন্ড হয়ে যাই। নিশ্চয়ই ভাই–বোনের কোনো না কোনো সংযোগ আছে।’

হাসতে হাসতে তিনি আরও বলেন, ‘আমি নিজেকেই জিজ্ঞেস করেছিলাম, উত্তরও পেয়ে গেছি-আমরা একই দিকের মানুষ। তাই হ্যাঁ, কিছু একটা সম্পর্ক তো আছেই। ভালোই তো, ও দারুণ খেলছে। খুবই সুন্দর ছেলে (বহুত প্যারা হ্যায়)।’

এদিকে, ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি শুভমন গিলের প্রশংসা করে তাকে বলেছেন “পারফেক্ট ক্যাপ্টেন”। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে গাঙ্গুলি গিলের নেতৃত্ব ও ব্যাটিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন।