তাসকিন-সাইফকে দলে নিল ঢাকা ক্যাপিটালস
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জাতীয় দলের দুই ক্রিকেটার তাসকিন আহমেদ ও সাইফ হাসান ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন। বুধবার ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন দুজনই।
তাসকিন বিপিএলের গত আসরে খেলেছিলেন রাজশাহীর হয়ে, আর সাইফ ছিলেন রংপুর রাইডার্স দলে। এবারের মৌসুমে নিলামের আগে প্রতিটি দলকে দুইজন করে স্থানীয় ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করার সুযোগ দিয়েছে বিসিবি। সেই সুযোগ কাজে লাগিয়ে তাসকিন ও সাইফকে নিজেদের দলে টেনেছে ঢাকা ক্যাপিটালস।
বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স দলে নিয়েছে তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমকে। একই দলে খেলার কথা রয়েছে বাংলাদেশ টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তরও।
বিপিএলের দ্বাদশ আসর ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে শুরু হতে যাচ্ছে । তার আগে আগামী ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে খেলোয়াড় নিলাম। গত কয়েক আসরে যেখানে খেলোয়াড় ড্রাফটের মাধ্যমে দল গঠিত হতো, এবার সেই জায়গায় নিলাম পদ্ধতি ফিরিয়ে আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।