মুশফিকের রেকর্ড ভেঙে শীর্ষে লিটন

স্পোর্টস ডেস্ক
১১ নভেম্বর ২০২৫, ১৮:৫৬
শেয়ার :
মুশফিকের রেকর্ড ভেঙে শীর্ষে লিটন

বাংলাদেশের টেস্ট ইতিহাসে উইকেটকিপারদের স্টাম্পিংয়ের রেকর্ড এখন এককভাবে লিটন দাসের দখলে। আজ সিলেট টেস্টে দুর্দান্ত কিপিং নৈপুণ্যে মুশফিকুর রহিমকে পেছনে ফেলেছেন তিনি।

এর আগে পর্যন্ত টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ১৫টি স্টাম্পিং ছিল লিটন দাস ও মুশফিকুর রহিমের যৌথ রেকর্ড। সেই সমতা ভাঙেন লিটন আজ, যখন হাসান মুরাদের বলে লোরকান টাকারকে স্টাম্পড করেন তিনি। এর মাত্র চার ওভার পরেই আরও এক স্টাম্পিং-এবার মেহেদী হাসান মিরাজের বলে অ্যান্ডি ম্যাকব্রাইনকে ফেরান লিটন। এতে তার টেস্ট স্টাম্পিংয়ের সংখ্যা দাঁড়ায় ১৭।

এ বছরের জুনে গলে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টেই লিটন মুশফিকের পাশে বসেছিলেন। এবার সিলেটে তিনি এককভাবে উঠে গেলেন বাংলাদেশের টেস্ট ইতিহাসের শীর্ষে।

তিন সংস্করণ মিলিয়ে অবশ্য এখনও বাংলাদেশের সর্বোচ্চ স্টাম্পিংয়ের মালিক মুশফিকুর রহিম। তার নামের পাশে রয়েছে ১০১টি স্টাম্পিং, যা তাকে বিশ্ব তালিকায় চতুর্থ স্থানে রেখেছে। তার ওপরে রয়েছেন-ভারতের মহেন্দ্র সিং ধোনি (১৯৫), শ্রীলংকার কুমার সাঙ্গাকারা (১৩৯) ও রমেশ কালুভিতারানা (১০১)।

বাংলাদেশি কিপারদের মধ্যে দ্বিতীয় সর্বাধিক স্টাম্পিং করেছেন খালেদ মাসুদ পাইলট (৪৪), এরপরেই রয়েছেন লিটন দাস (৩৪)।

অন্যদিকে টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি স্টাম্পিংয়ের রেকর্ড অস্ট্রেলিয়ার কিংবদন্তি বার্ট ওল্ডফিল্ডের, যিনি ১৯২০ থেকে ১৯৩৭ সালের মধ্যে মাত্র ৫৪ টেস্টে ৫২টি স্টাম্পিং করেছিলেন।