দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ্যে আনলেন রশিদ খান
দ্বিতীয় বিয়ের খবর আনুষ্ঠানিকভাবে জানালেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান। ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় তিনি নিজের দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ করেন, যা নিয়ে গত কয়েক মাস ধরে নানা জল্পনা-কল্পনা চলছিল।
সূত্র অনুযায়ী, রশিদ খানের দ্বিতীয় স্ত্রী আফগান বংশোদ্ভূত হলেও বর্তমানে দেশের বাইরে বসবাস করেন। দুজনের বিয়ে সম্পন্ন হয় ২০২৫ সালের ২ আগস্ট। এর আগে রশিদ ২০২৪ সালের অক্টোবরে তার চাচাতো বোনকে বিয়ে করেছিলেন।
ইনস্টাগ্রামে পোস্টে ২৬ বছর বয়সী এই লেগ স্পিনার তার নতুন জীবনের আনন্দ প্রকাশ করে লেখেন, তার স্ত্রী ‘ভালোবাসা ও শান্তির প্রতীক।’ তিনি আরও লিখেন, ‘আমি সবসময় যে গুণাবলির জীবনসঙ্গী কামনা করেছি, তিনি তারই প্রতিচ্ছবি।’
সম্প্রতি এক সামাজিক কল্যাণমূলক অনুষ্ঠানে স্ত্রীকে সঙ্গে নিয়ে অংশ নেওয়ার পর তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। সেই জল্পনার জবাবে রশিদ স্পষ্টভাবে বলেন, ‘বিষয়টি একেবারেই সরল-তিনি আমার স্ত্রী এবং আমরা পরস্পরের পাশে আছি। লুকানোর কিছু নেই।’
রশিদ তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতিও কৃতজ্ঞতা জানান, লিখেন, ‘আমাকে ভালোবাসা, সমর্থন ও বোঝাপড়া দিয়ে যারা পাশে ছিলেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’
এখন পর্যন্ত বিয়ের বিস্তারিত তথ্য বা তার স্ত্রীর পরিচয় প্রকাশ করা হয়নি এবং এ বিষয়ে আফগান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।
বিশ্ব ক্রিকেটে অন্যতম সফল লেগ স্পিনার রশিদ খান আন্তর্জাতিক ক্রিকেট ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে ধারাবাহিক সাফল্যের মাধ্যমে আফগানিস্তানের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট তারকাদের একজন হিসেবে পরিচিত।