অভিষেকেই উইকেট পেলেন হাসান মুরাদ
আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন মুখোমুখি বাংলাদেশ। যেখানে আইরিশদের পঞ্চম উইকেট তুলে নিয়েছে টাইগাররা। এবার বাংলাদেশের অভিষিক্ত স্পিনার হাসান মুরাদ উইকেটের দেখা পেয়েছেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৭ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২১২ রান করেছে আয়ারল্যান্ড। ব্যাটিংয়ে আছেন লোরকান টাকার ও অ্যান্ডি ম্যাকব্রিয়েন।
আজ মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইনিংস শুরুতেই টানা তিন ওভারে তিনটি ক্যাচ হাতছাড়া করেছেন স্বাগতিক ফিল্ডাররা। ক্যাচ ফেলার এই মহড়ায় হাতে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।
ইনিংসের চতুর্থ ওভারে পেসার নাহিদ রানার বলে ওপেনার পল স্টার্লিংয়ের (৮ রানে) ব্যাটের কানায় লেগে বল দ্বিতীয় স্লিপে যায়। কিন্তু নিচু হওয়া সেই ক্যাচটি তালুবন্দি করতে পারেননি সাদমান ইসলাম। এর পরের ওভারেই হাসান মাহমুদের বলে পুল করতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করেন ক্যাডে কারমাইকেল (১০ রানে)। তাইজুল ইসলাম বলের নাগাল পেলেও, তা হাতে জমাতে পারেননি। উল্টো বলের আঘাতে রক্তাক্ত হাত নিয়ে মাঠ ছেড়ে যান।
পরের ওভারে আবারও নাহিদ রানার বলে স্টার্লিং (১০ রানে) ক্যাচ তুলে দেন। কিন্তু এবার সুযোগ হাতছাড়া করেন মেহেদী হাসান মিরাজ। তিনিও বলটি ধরতে গিয়ে আঘাত পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন।
তবে আয়ারল্যান্ডের প্রথম ইনিংসে চতুর্থ বলেই উইকেট নেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। তার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বালবার্নি (০)। সকালের সেশনে প্রথম ওভারেই উইকেট হারায় আয়ারল্যান্ড। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি বালবার্নি।
তবে দ্বিতীয় উইকেট জুটিতে ১৫৫ বলে ৯৬ রানের পার্টনারশিপ গড়েন পল স্টার্লিং ও কেড কারমাইকেল। অবশেষে এই জুটি ভাঙেন নাহিদ। ৭৬ বলে ৯টি চারে ৬০ রান করা স্টার্লিংকে সাদমান ইসলামের ক্যাচ বানান পেসার নাহিদ রানা। এক ওভার পরেই হ্যারি টেক্টরকে এলবির ফাঁদে ফেলেন মিরাজ।
কিন্তু চতুর্থ উইকেট জুটিতে কার্টিস ক্যাম্ফারকে নিয়ে ফের রান তোলার চেষ্টা করেন কারমাইকেল। তারা ৯৩ বলে ৫৩ রান তোলেন। মিরাজের বলে আউট হওয়া কারমাইকেল ১২৯ বলে ৭টি চারে ৫৯ রান করেন।
আইরিশদের পঞ্চম উইকেট তুলে নেন হাসান মুরাদ। এই বাঁহাতি স্পিনার অভিষেক উইকেটের দেখা পান কার্টিস ক্যাম্ফারকে ফিরিয়ে। ক্যাম্ফার ৯৪ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪৪ রান করেন তিনি টাকারের সঙ্গে ৫৩ রান তোলেন।
সিরিজের প্রথম টেস্টে টসে হারে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নি।