তুরস্কে জুয়া কাণ্ডে ক্লাব চেয়ারম্যানসহ ৮ জন গ্রেপ্তার, ১০২৪ ফুটবলার নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক
১১ নভেম্বর ২০২৫, ১৪:৫৯
শেয়ার :
তুরস্কে জুয়া কাণ্ডে ক্লাব চেয়ারম্যানসহ ৮ জন গ্রেপ্তার, ১০২৪ ফুটবলার নিষিদ্ধ

তুরস্কে ফুটবল ম্যাচে অবৈধ বেটিং বা জুয়ার অভিযোগে সোমবার আটজনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন শীর্ষ ক্লাব আইউপস্পোরের চেয়ারম্যান মুরাত ওজকায়া। একই সঙ্গে তুরস্ক ফুটবল ফেডারেশন (টিএফএফ) শৃঙ্খলাভঙ্গ তদন্তের অংশ হিসেবে ১,০২৪ জন খেলোয়াড়কে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে।

এই পদক্ষেপগুলো আসে এমন এক প্রেক্ষাপটে, যখন চলতি মাসের শুরুতে টিএফএফ ১৪৯ জন রেফারি ও সহকারী রেফারিকে বরখাস্ত করেছিল। তদন্তে দেখা যায়, তুরস্কের পেশাদার লিগে দায়িত্বে থাকা বেশ কিছু কর্মকর্তা নিজেরাই ফুটবল ম্যাচে বেটিংয়ে জড়িত ছিলেন।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর বরাত দিয়ে জানানো হয়, আদালত আইউপস্পোর চেয়ারম্যান মুরাত ওজকায়া ও আরও সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক গ্রেপ্তারি আদেশ জারি করেছে। তবে ক্লাবটির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এক বিবৃতিতে টিএফএফ জানায়, তারা সব স্তরের মোট ১,০২৪ খেলোয়াড়কে পেশাদার ফুটবল শৃঙ্খলা পরিষদে (পিএফডিকে) পাঠিয়েছে, যার মধ্যে শীর্ষ স্তরের সুপার লিগের ২৭ জন খেলোয়াড়ও রয়েছেন। এদের সবাইকেই সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।

এই ২৭ জনের মধ্যে বর্তমান চ্যাম্পিয়ন গালাতাসারাই এবং ইস্তানবুলের প্রতিদ্বন্দ্বী ক্লাব বেসিকতাসের খেলোয়াড়ও রয়েছেন।

টিএফএফ জানায়, ‘১,০২৪ খেলোয়াড়কে শৃঙ্খলা পরিষদে প্রেরণের কারণে, ক্লাবগুলোর দলে শূন্যতা পূরণের জন্য ২০২৫–২৬ মৌসুমের শীতকালীন ট্রান্সফার উইন্ডোর বাইরে অতিরিক্ত ১৫ দিনের বিশেষ ট্রান্সফার ও নিবন্ধন সময় অনুমোদনের বিষয়ে ফিফার সঙ্গে জরুরি আলোচনা চলছে।’

এছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্তরের লিগের সব ম্যাচ দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, টিএফএফ বোর্ড মঙ্গলবার বিকেলে জরুরি বৈঠক করবে।

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এখনো টিএফএফের অনুরোধ বা চলমান তদন্ত বিষয়ে কোনো মন্তব্য করেনি।

টিএফএফ সভাপতি ইব্রাহিম হাচিওসমানোগলু এই ঘটনাকে আখ্যা দিয়েছেন “তুর্কি ফুটবলের নৈতিক সংকট” হিসেবে।

ফেডারেশনের নিজস্ব তদন্তে জানা গেছে, তুরস্কের পেশাদার লিগে সক্রিয় ৫৭১ জন রেফারির মধ্যে ৩৭১ জনের বেটিং অ্যাকাউন্ট রয়েছে, এবং এর মধ্যে ১৫২ জন সক্রিয়ভাবে জুয়া খেলেছেন।

একজন রেফারি একাই ১৮,২২৭ বার বেট করেছেন, আর ৪২ জন রেফারি ১,০০০টির বেশি ফুটবল ম্যাচে বাজি ধরেছেন। কয়েকজনের ক্ষেত্রে মাত্র একবার বেট করার প্রমাণও পাওয়া গেছে।