আর্জেন্টিনা দল থেকে কেন বাদ পড়লেন আলভারেস-সিমেওনে-মোলিনা

স্পোর্টস ডেস্ক
১১ নভেম্বর ২০২৫, ১৩:১৯
শেয়ার :
আর্জেন্টিনা দল থেকে কেন বাদ পড়লেন আলভারেস-সিমেওনে-মোলিনা

অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আর্জেন্টিনা দল থেকে বাদ পড়েছেন আতলেতিকো মাদ্রিদের তিন খেলোয়াড়-হুলিয়ান আলভারেস, নাহুয়েল মোলিনা ও জুলিয়ানো সিমেওনে। দেশটিতে প্রবেশের জন্য প্রয়োজনীয় ‘ইয়েলো ফিভার ভ্যাকসিন’ না নেওয়ায় তাদের দল থেকে প্রত্যাহার করা হয়।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) নিশ্চিত করেছে যে এই ত্রয়ী নির্ধারিত সময়ের মধ্যে টিকাদান প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি। ফলে তারা অ্যাঙ্গোলায় প্রবেশের অনুমতি পাননি এবং স্থানীয় সময় শুক্রবার বিকেল ১টায় নির্ধারিত ম্যাচটি মিস করবেন।

এই অনুপস্থিতির তালিকায় রয়েছেন এনজো ফার্নান্দেজও, যিনি ডান হাঁটুর হাড়ের ফোলাভাব থেকে সেরে উঠছেন, তবে ম্যাচে অংশ নিতে পারবেন না।

এদিকে, কোচ লিওনেল স্কালোনি দলে দুই নতুন ডিফেন্ডার যুক্ত করেছেন। কেভিন ম্যাক অ্যালিস্তার, যিনি সিনিয়র দলে প্রথমবারের মতো সুযোগ পেতে পারেন এবং লিসান্দ্রো মার্তিনেজ, যিনি লিগামেন্ট ইনজুরি থেকে ফিরেছেন। তবে মার্তিনেজ আপাতত শুধু অনুশীলনেই অংশ নিচ্ছেন।