নাসিম শাহর বাড়িতে দুর্বৃত্তদের গুলি

স্পোর্টস ডেস্ক
১১ নভেম্বর ২০২৫, ১৩:০৭
শেয়ার :
নাসিম শাহর বাড়িতে দুর্বৃত্তদের গুলি

নাসিম শাহ।

পাকিস্তানের ফাস্ট বোলার নাসিম শাহ শ্রীলংকার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে অংশ নিতে রাওয়ালপিন্ডিতে দলের সঙ্গেই থাকছেন, যদিও তার নিজ জেলা লোয়ার দিরে পারিবারিক বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত হামলাকারীরা নাসিমের বাড়ির গেটে গুলি চালিয়ে পালিয়ে যায়। বাড়িতে থাকা কেউ আহত হননি বলে জানা গেছে।

হামলাকারীরা গুলি চালানোর পরই দ্রুত স্থান ত্যাগ করে। পুলিশ ইতিমধ্যে ঘটনাটি তদন্ত শুরু করেছে। হামলার সময় বাড়িতে কারা ছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি। সোমবার ভোরে এই ঘটনা ঘটে। ডন পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, নাসিমের বাবা স্থানীয় পুলিশের এক কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছেন, যিনি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন।

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, এই ঘটনাটি নাসিমের খেলার পরিকল্পনা বা সময়সূচিতে কোনো প্রভাব ফেলবে না। তিনি দলের সঙ্গেই থাকবেন এবং সিরিজে পূর্ণাঙ্গভাবে অংশ নেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। পাকিস্তান ও শ্রীলংকার মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে শুরু হবে। এরপর এই মাসের শেষ দিকে জিম্বাবুয়েকে নিয়ে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে, যেখানে নাসিম উভয় স্কোয়াডেই রয়েছেন।

এদিকে নাসিমের দুই ছোট ভাই, যারা দুজনই পেশাদার ক্রিকেটার, হামলার সময় বাড়িতে ছিলেন কি না এখনও জানা যায়নি। হুনাইন শাহ, যিনি ২০২৪ সালের পাকিস্তান সুপার লিগের ফাইনালে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে জয়সূচক রান করেছিলেন, সম্প্রতি কোয়াদে-আজম ট্রফির একটি ম্যাচে অর্ধশতক ও ছয় উইকেট নিয়ে দলকে দশ উইকেটে জিতিয়েছেন। অপরদিকে উবায়েদ শাহ, যিনি পিএসএলে মুলতান সুলতানসের হয়ে খেলেন, গত মাসের শেষে লাহোর হোয়াইটসের হয়ে কোয়াদে-আজম ট্রফির একটি ম্যাচ খেলেছেন।