তিন ওভারে ৩ ক্যাচ মিস বাংলাদেশের
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের শুরুটা দুঃস্বপ্নের মতো হলো বাংলাদেশের ফিল্ডারদের জন্য। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইনিংস শুরুতেই টানা তিন ওভারে তিনটি ক্যাচ হাতছাড়া করেছেন স্বাগতিক ফিল্ডাররা। ক্যাচ ফেলার এই মহড়ায় হাতে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।
ইনিংসের চতুর্থ ওভারে পেসার নাহিদ রানার বলে ওপেনার পল স্টার্লিংয়ের (৮ রানে) ব্যাটের কানায় লেগে বল দ্বিতীয় স্লিপে যায়। কিন্তু নিচু হওয়া সেই ক্যাচটি তালুবন্দি করতে পারেননি সাদমান ইসলাম।
এর পরের ওভারেই হাসান মাহমুদের বলে পুল করতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করেন ক্যাডে কারমাইকেল (১০ রানে)। তাইজুল ইসলাম বলের নাগাল পেলেও, তা হাতে জমাতে পারেননি। উল্টো বলের আঘাতে রক্তাক্ত হাত নিয়ে মাঠ ছেড়ে যান। পরের ওভারে আবারও নাহিদ রানার বলে স্টার্লিং (১০ রানে) ক্যাচ তুলে দেন। কিন্তু এবার সুযোগ হাতছাড়া করেন মেহেদী হাসান মিরাজ। তিনিও বলটি ধরতে গিয়ে আঘাত পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন।
তবে আয়ারল্যান্ডের প্রথম ইনিংসে চতুর্থ বলেই উইকেট নেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। তার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বালবার্নি (০)। সকালের সেশনে প্রথম ওভারেই উইকেট হারায় আয়ারল্যান্ড। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি বালবার্নি।
প্রথম দিনের মধ্যাহ্ন বিরতি পর্যন্ত আয়ারল্যান্ড ২৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩ উইকেট হারিয়ে আয়ারল্যান্ডের সংগ্রহ ১০১।
সিরিজের প্রথম টেস্টে টসে হারে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নি।
আমাদের সময়/এআই