খুঁজে পাওয়া যাচ্ছে না বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাকে

নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর ২০২৫, ০৩:১৫
শেয়ার :
খুঁজে পাওয়া যাচ্ছে না বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাকে

বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক (১৯তম ব্যাচের সহকারী পরিচালক) নাঈম রহমান গত রবিবার থেকে নিখোঁজ রয়েছেন। তার সহকর্মী ও পরিবারের মধ্যে এ ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। তাঁর নিখোঁজ হওয়ার ঘটনায় ইতোমধ্যেই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে পরিবার।

বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নাঈম রহমান রবিবার দুপুর ১২টার পর অফিস থেকে বের হন। তাঁর ব্যাগ ও পরিচয়পত্র অফিসেই রেখে যান তিনি। মোবাইল ট্র্যাকিং অনুযায়ী,

সর্বশেষ তাঁর অবস্থান ১২টা ৫৩ মিনিটে রাজধানীর সায়েদাবাদ এলাকায় শনাক্ত হয়। এরপর থেকে তাঁর আর কোনো সন্ধান মেলেনি।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পরিবারের একমাত্র পুরুষ অভিভাবক নাঈম রহমান নিখোঁজ হওয়ার আগে তাঁর এক ব্যাচমেটকে শেষবারের মতো বার্তা পাঠান; সেখানে তিনি বোনের চাকরির বিষয়ে সহযোগিতা চান এবং সেটাকে নিজের ‘শেষ ইচ্ছা’ বলে উল্লেখ করেন। সহকর্মীদের ধারণা, তিনি আর্থিক সংকটে ভুগছিলেন।

বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি ও অতিরিক্ত পরিচালক মাসুম বিল্লাহ বলেন, আমরা সবাই নাঈমের খোঁজে আছি। তিনি পরিবারের একমাত্র পুরুষ সদস্য। তাঁর মা, স্ত্রী, কন্যা ও ছোট বোন উদ্বেগে অপেক্ষা করছেন। কেউ যদি তাঁর কোনো খোঁজ পান, নিকটস্থ থানায় বা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেন মাসুম বিল্লাহ।