বাংলাদেশ সফরে আইরিশ শিবিরে দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক
১০ নভেম্বর ২০২৫, ২২:৫১
শেয়ার :
বাংলাদেশ সফরে আইরিশ শিবিরে দুঃসংবাদ

আসন্ন বাংলাদেশ সফরের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন আয়ারল্যান্ডের ওপেনার রস অ্যাডেয়ার। হাঁটুর হাড়ে চাপে আক্রান্ত হওয়ায় তিনি অংশ নিতে পারবেন না বলে নিশ্চিত করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। তার বদলি হিসেবে জর্ডান নিল থাকবেন টি-টোয়েন্টি দলে, যিনি এর আগে বাংলাদেশে অনুষ্ঠেয় দুই টেস্ট শেষে দেশে ফেরার কথা ছিল।

গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৮ বলে দুর্দান্ত সেঞ্চুরি করে আলোচনায় আসেন রস অ্যাডেয়ার। তবে সাম্প্রতিক মাসগুলোতে বেশ কিছু ইনজুরির সমস্যায় পড়েছেন তিনি। চলতি বছর খেলেছেন মাত্র তিনটি টি-টোয়েন্টি, যেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছেন ৪৮ রান, আর ইংল্যান্ডের বিপক্ষে করেছেন ২৬ ও ৩৩ রানের দুটি ইনিংস। এবার চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে খেলতে না পারায় তার ফেরাটা হতে পারে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপেই।

অন্যদিকে, জর্ডান নিল ছিলেন বাংলাদেশ সফরের টেস্ট দলে। এখন তিনিই থাকবেন টি-টোয়েন্টি স্কোয়াডেও। চলতি বছরের মে মাসে আন্তর্জাতিক অভিষেক হয় তার, কিন্তু অভিষেকের পরই মাঠে চোট পেয়ে কিছুদিন বাইরে ছিলেন তিনি।

আয়ারল্যান্ড তাদের বাংলাদেশ সফর শুরু করবে ১১ নভেম্বর সিলেটে প্রথম টেস্ট দিয়ে। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর মিরপুরে। এরপর দুই দল মুখোমুখি হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে, যা শুরু হবে ২৭ নভেম্বর।