পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজে ছিটকে গেলেন মুজারাবানি

স্পোর্টস ডেস্ক
১০ নভেম্বর ২০২৫, ২১:৩৩
শেয়ার :
পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজে ছিটকে গেলেন মুজারাবানি

পিঠের চোটের কারণে পাকিস্তান ও শ্রীলংকাকে নিয়ে আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারছেন না জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন বাঁহাতি পেসার নিউম্যান নিয়ামহুরি, যিনি এখনো টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেকের অপেক্ষায় আছেন।

আফগানিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া হোম সিরিজে ০–৩ ব্যবধানে পরাজিত হওয়া জিম্বাবুয়ে দলে আর কোনো পরিবর্তন আসেনি। ওই সিরিজের শেষ দুটি ম্যাচে খেলতে পারেননি মুজারাবানি। তবে প্রথম ম্যাচে ৪ ওভারে ৪১ রানে ২ উইকেট নিয়েছিলেন তিনি।

মাত্র ১৯ বছর বয়সী নিয়ামহুরি এখন পর্যন্ত চারটি টেস্ট ও চারটি ওয়ানডে খেলেছেন। ২০২৪ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। গত জুলাইয়ে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজেও তিনি টি-টোয়েন্টি দলে ছিলেন, যদিও একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি।

সিকান্দার রাজার নেতৃত্বে জিম্বাবুয়ে ১৭ নভেম্বর রাওয়ালপিন্ডিতে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে তাদের ত্রিদেশীয় সিরিজ অভিযান শুরু করবে। এরপর ১৯ নভেম্বর একই ভেন্যুতে শ্রীলংকার মুখোমুখি হবে তারা। সিরিজের পরের ধাপে জিম্বাবুয়ে দল যাবে লাহোরে, যেখানে ২৩ নভেম্বর পাকিস্তান ও ২৫ নভেম্বর শ্রীলংকার বিপক্ষে খেলবে তারা। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ২৯ নভেম্বর লাহোরে ফাইনালে মুখোমুখি হবে।

জিম্বাবুয়ে দল: সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, গ্রায়েম ক্রেমার, ব্র্যাডলি ইভান্স, ক্লাইভ মাদান্দে, টিনোটেন্ডা মাপোসা, ওয়েলিংটন মাসাকাদজা, তাদিওয়ানাশে মারুমানি, টনি মুনিওঙ্গা, তাশিঙ্গা মুসেকিওয়া, ডিয়ন মায়ার্স, রিচার্ড এনগারাভা, নিউম্যান নিয়ামহুরি, ব্রেন্ডন টেইলর।