বিগ বস খ্যাত অভিনেত্রীর সঙ্গে বাগদানের গুঞ্জন ক্রিকেটারের

স্পোর্টস ডেস্ক
১০ নভেম্বর ২০২৫, ২০:১৪
শেয়ার :
বিগ বস খ্যাত অভিনেত্রীর সঙ্গে বাগদানের গুঞ্জন ক্রিকেটারের

ভারতের ১৯৮৩ সালের প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য কৃষ্ণমাচারি শ্রীকান্তের ছেলে অনিরুদ্ধ শ্রীকান্ত আবারও ব্যক্তিগত জীবনের কারণে আলোচনায়। জাতীয় দলে সুযোগ না পেলেও আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা এই ব্যাটার নাকি এবার দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন! শোনা যাচ্ছে, তার বাগদান হয়ে গেছে বিগ বস খ্যাত দক্ষিণী অভিনেত্রী সংযুক্তার সঙ্গে।

সংযুক্তা ২০০৭ সালে ‘মিস চেন্নাই’ খেতাব অর্জন করলেও চলচ্চিত্রে খুব একটা সফল ছিলেন না। তবে রিয়েলিটি শো বিগ বসে অংশ নেওয়ার পর বদলে যায় তার জীবন। অল্প সময়েই জনপ্রিয়তা পান তিনি এবং পরে বেশ কিছু তামিল ছবিতে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

সংযুক্তার এটি হবে দ্বিতীয় বিয়ে। প্রথম স্বামী তামিল চলচ্চিত্র পরিচালক কার্তিক শঙ্করের সঙ্গে তার এক ছেলে রয়েছে। তবে সম্পর্কের অবনতি ঘটায় তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। বর্তমানে সংযুক্তা ছেলে নিয়ে আলাদা থাকেন।

সম্প্রতি অনিরুদ্ধ ও সংযুক্তাকে একসঙ্গে দীপাবলি উদ্‌যাপন করতে দেখা গেছে, যা তাদের বাগদানের জল্পনা আরও জোরদার করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একসঙ্গে ছবি ঘুরছে। এই প্রসঙ্গে সংযুক্তা বলেন, ‘সবকিছুই তো সমাজমাধ্যমে দেখা যাচ্ছে।’ তবে অনিরুদ্ধ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

শ্রীকান্তপুত্র অনিরুদ্ধ ক্রিকেট ক্যারিয়ারে তেমন সফলতা পাননি। তিনি ২৩টি প্রথম শ্রেণির ম্যাচে ১০৩১ রান, ৬৬টি লিস্ট-এ ম্যাচে ২০৬৩ রান এবং ৭১টি টি–টোয়েন্টিতে ১২৫৭ রান করেছেন। ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে ২৬ ম্যাচ খেলেছেন তিনি, করেছেন ১৮৭ রান। পরে ২০১৪ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে একটি ম্যাচ খেলে ৩ রান করেন। এরপর থেকে আইপিএলে আর সুযোগ পাননি। বর্তমানে তিনি ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন।

সংযুক্তার সঙ্গে বাগদানের খবর সত্য হলে এটি অনিরুদ্ধেরও দ্বিতীয় বিয়ে হতে যাচ্ছে। ২০১২ সালে আরতি বেঙ্কটেশের সঙ্গে বিয়ে হয়েছিল তার, যা কিছু বছর পর বিচ্ছেদে গড়ায়।