ক্যাম্প ন্যুয়ে গোপন সফরে গিয়ে আবেগঘন বার্তা দিলেন মেসি

স্পোর্টস ডেস্ক
১০ নভেম্বর ২০২৫, ১৮:৫৩
শেয়ার :
ক্যাম্প ন্যুয়ে গোপন সফরে গিয়ে আবেগঘন বার্তা দিলেন মেসি

দীর্ঘ তিন বছর পর অবশেষে আবারও প্রিয় ঘর ক্যাম্প ন্যুয়ে ফিরলেন লিওনেল মেসি-তাও একেবারে গোপনে। গত রবিবার রাতে সাবেক ক্লাব বার্সেলোনা ঘরের মাঠে সফর করেন আর্জেন্টাইন মহাতারকা।

ইন্টার মায়ামির হয়ে এমএলএস প্লে-অফে ন্যাশভিলকে হারানোর পর নিজের পুরনো মাঠটি দেখতে হঠাৎই বার্সেলোনায় উড়ে যান মেসি। দুই দশকেরও বেশি সময় যেখানেই কাটিয়েছেন, সেই স্টেডিয়ামটি ঘুরে দেখার মুহূর্ত ছিল তার জন্য গভীরভাবে আবেগঘন।

আটবারের ব্যালন ডি’অর জয়ী এই আর্জেন্টাইন কিংবদন্তি আগেও বহুবার বলেছেন, ক্লাবের আর্থিক সংকটের কারণে বার্সেলোনা ছাড়তে হওয়াটা তার জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্তগুলোর একটি। তিনি বারবার জানিয়েছেন-পরিস্থিতি অনুকূলে থাকলে তিনি বার্সেলোনাতেই ক্যারিয়ার শেষ করতে চাইতেন।

ক্যাম্প ন্যু সফরের পর মেসি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘গতরাতে আমি ফিরে গিয়েছিলাম সেই জায়গায়, যাকে আমার আত্মা দিয়ে মিস করি। সেই জায়গায় যেখানে আমি অসীম সুখ খুঁজে পেয়েছিলাম-যেখানে তোমরা আমাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বানিয়েছিলে। আশা করি, একদিন আমি আবার ফিরব-শুধু বিদায় জানাতে নয়, কারণ সেই বিদায়ের সুযোগ আমি কখনো পাইনি…’

মেসির এই আবেগঘন বার্তার মুহূর্তেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বার্সা সমর্থকরা তাকে আবারও ক্লাবের নীল-লাল জার্সিতে দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করছেন, যদিও এখনো সেটি কেবলই একটি স্বপ্ন।