ফুটবল নিয়ে আসিফের ‌আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বিসিবিকে বাফুফের চিঠি

স্পোর্টস ডেস্ক
১০ নভেম্বর ২০২৫, ১৭:১৩
শেয়ার :
ফুটবল নিয়ে আসিফের ‌আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বিসিবিকে বাফুফের চিঠি

ফুটবল নিয়ে আপত্তিকর মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর। তার মন্তব্যের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদের ঝড় বইছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের এমন মন্তব্যের প্রেক্ষিতে আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি বিসিবি সভাপতির কাছে লিখিতভাবে ব্যাখ্যা চেয়েছেন।

এ নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বরাবর প্রেরিত বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘আপনার মতো অভিজ্ঞ ও মর্যাদাপূর্ণ একজন ব্যক্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন যা আমাদের জন্য গর্বের বিষয়। ক্রিকেট কনফারেন্স থেকে ফুটবল খেলাকে নিয়ে অত্যন্ত অবমাননাকর, অপমানজনক ও উদ্বেগজনক মন্তব্য করা হয়, যা শুধু ফুটবল নয়, পুরো ক্রীড়া সমাজের জন্যই হতাশাজনক। আমরা এই মন্তব্যের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই পত্রকে আমাদের আনুষ্ঠানিক আপত্তি হিসেবে বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি ‘

আরও লেখা হয়েছে, ‘এমন মনোভাব প্রকাশ পাওয়া দুঃখজনক এবং উদ্বেগজনক। আমরা সবাই খেলাধুলাকে একটি ঐক্যের মঞ্চ হিসেবে ব্যবহার করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এমন একটি প্ল্যাটফর্ম যা আমাদের জাতিকে একত্রিত করে, ভবিষ্যৎ প্রজন্মের মাঝে গর্ব ও অনুপ্রেরণা সৃষ্টি করে।’

এর আগে দুপুরে বাংলাদেশ ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান জানায়। সংগঠনের সভাপতি ও সাবেক জাতীয় ফুটবলার ইকবাল হোসেন বলেন, ‘বিসিবির একজন সম্মানিত পরিচালক ফুটবল সম্পর্কে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অনুরোধ করব, এই ব্যাপারে যেন দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেয়।’

তার পাশে থাকা জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম বলেন, ‘তিনি যে মন্তব্য করেছেন, তা ফিরিয়ে নিতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাওয়া পর্যন্ত ফুটবলপ্রেমীরা তাকে মেনে নেবে না। ক্রিকেট ভদ্রলোকের খেলা হলেও, তার ব্যবহার মোটেও ভদ্রোচিত ছিল না।’

এই বক্তব্যের কিছু সময় পরেই বাফুফের পাঠানো ব্যাখ্যাপত্রের বিষয়টি প্রকাশ্যে আসে।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজেও একসময় ফুটবলার ছিলেন। পুরান ঢাকার গেন্ডারিয়া থেকে ফুটবলে যাত্রা শুরু করে তিনি ভিক্টোরিয়া ক্লাবে স্ট্রাইকার হিসেবেও খেলেছেন। ফুটবল অঙ্গনের অনেকেই তার ঘনিষ্ঠ। সেই কারণেই অনেকেই বিস্মিত হয়েছেন যে, আসিফ আকবরের মন্তব্যের সময় তিনি কোনো প্রতিক্রিয়া দেখাননি।

সাবেক অধিনায়ক মামুনুল বলেন, ‘বুলবুল ভাই একজন ভদ্র মানুষ, আমরা জানি। কিন্তু উনি (আসিফ) যখন ওই মন্তব্য দিচ্ছিলেন, তিনি হাসছিলেন—এটা দুঃখজনক। তার উচিত ছিল সেটি থামিয়ে দেওয়া। তিনি নিজেও তো ফুটবলার ছিলেন।’

অন্যদিকে, সাবেক ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ক্লাব–ও আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে, ‘আপনার মন্তব্য শুধু দায়িত্বজ্ঞানহীন নয়, বরং বাংলাদেশের এবং বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলকে প্রকাশ্যে অবমাননা করেছে। আরও উল্লেখযোগ্য বিষয় হলো-আপনারই বোর্ডের সভাপতি অতীতে বাংলাদেশের ঘরোয়া ফুটবল লিগের একজন সম্মানিত ফুটবলার ছিলেন।’

বিশ্লেষকদের মতে, দেশের খেলাধুলার অবকাঠামো ও মাঠ ব্যবহারে দীর্ঘদিন ধরে যে সমন্বয়হীনতা রয়েছে, তা থেকেই অনেক সময় ফুটবল ও ক্রিকেটের মধ্যে দূরত্ব তৈরি হয়। সাবেক ফুটবলারদের মত, দুই ফেডারেশনের পারস্পরিক আলোচনার মাধ্যমে এই সংকট সহজেই সমাধানযোগ্য।