ভারত ম্যাচের টিকিট বিক্রি শুরু, কত টাকা দাম
ভারতের মাটিতে গিয়ে ড্র করে ফিরেছিল বাংলাদেশ। এবার এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের মাঠে ভারতকে আতিথ্য দেবেন হামজা চৌধুরী-শমিত সোমরা। এরই মধ্যে সেই ম্যাচের টিকিটও বিক্রি শুরু হয়ে গেছে।
এএফসি এশিয়ান কাপের মূল পর্বে ওঠার লড়াই থেকে অবশ্য ছিটকে পড়েছে বাংলাদেশ। ভারতেরও তেমন সম্ভাবনা নেই। তবুও প্রতিবেশী দুই দেশ হওয়ায় উত্তেজনা থাকবেই। টিকিট নিয়েও শুরু হয়েছে উন্মাদনা।
আগামী ১৮ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় সেই ম্যাচের টিকিটের দাম এরই মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুর ২টা থেকে টিকি বিক্রি শুরু হয়েছে। ছয় ক্যাটাগরির টিকিট পাওয়া যাচ্ছে ইভেন্ট টিকেটিং প্ল্যাটফর্ম Quicket-এ।
সবচেয়ে কম মূল্যের টিকিট ধরা হয়েছে গ্যালারির; দাম ৫০০ টাকা। ক্লাব হাউস ২ ও ভিআইপি বক্স ৩-এর একেকটা টিকিটের দাম ৩ হাজার টাকা করে। ভিআইপি বক্স ২-এ বসে হামজা-শমিত-মোরছালিনদের খেলা দেখতে চাইলে লাগবে ৪ হাজার টাকা। এ ছাড়া ক্লাব হাউস ১ ও রেড বক্সের দাম ধরা হয়েছে যথাক্রমে ৫ হাজার ও ৬ হাজার টাকা।
করপোরেট বক্স ও স্কাই বক্সের টিকিটের দাম জানায়নি বাফুফে। স্টেডিয়ামের এই দুই জায়গা থেকে খেলা দেখতে চাইলে info@bff.com.bd—এই ইমেইল ঠিকানায় যোগাযোগ করতে হবে।