বললেন বুলবুল /

জাহানারার অভিযোগে বিসিবির ‘জিরো টলারেন্স’

স্পোর্টস ডেস্ক
১০ নভেম্বর ২০২৫, ১২:২৮
শেয়ার :
জাহানারার অভিযোগে বিসিবির ‘জিরো টলারেন্স’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যে কোনো ধরনের হেনস্তার বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাবে বলে নিশ্চিত করেছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অভিযোগ প্রমাণিত হলে তাকে শাস্তির আওতায় আনার ঘোষণাও দিয়েছেন তিনি। 

রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কনফারেন্সের উদ্বোধনী দিনের অনুষ্ঠান শেষে বেরিয়ে সাংবাদিকদের এ কথা বলেন আমিনুল। গত বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটার ও সাবেক অধিনায়ক জাহানারা আলম যৌন নির্যাতনের অভিযোগ আনেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে। একই অভিযোগ তুলেছেন বিসিবি নারী বিভাগের সাবেক ও প্রয়াত ইনচার্জ তৌহিদ মাহমুদের বিরুদ্ধেও। এ ছাড়া নারী বিভাগের কর্মকর্তা শরফরাজ নেওয়াজ বাবু, নারী জাতীয় দলের ম্যানেজার এসএম ফায়াজ, ফিজিও সুরাইয়া আক্তার ও কোচ মাহমুদ ইমনের বিরুদ্ধে কিছু অভিযোগ তুলেছেন অস্ট্রেলিয়ায় থাকা জাহানারা।

তার অভিযোগের পরপরই একাধিক নারী ক্রিকেটার নিজেদের মুখ খুলতে শুরু করেছেন। এক সাক্ষাৎকারে সাবেক জাতীয় ক্রিকেটার ও কোচ রেশমা আক্তার আদুরি দাবি করেছেন, ‘ফাহিম স্যার। নাজমুল আবেদীন ফাহিম। অনেক মেয়ের কাছ থেকেই আমি উনার চারিত্রিক সমস্যার বিষয়ে অভিযোগ পেয়েছি। আর উনার বিরুদ্ধে চরম পক্ষপাতিত্বের অভিযোগ তো আছেই।’ প্রসঙ্গত, নাজমুল আবেদীন ফাহিম এখন ক্রিকেট বোর্ডের পরিচালক।

আমিনুলের পাশে বসা ক্রিকেট বোর্ডের আরেক পরিচালক শাহনিয়ান তানিম বোর্ডের ভাবনা আরও পরিষ্কার করে দিয়েছেন নিজের বক্তব্যে, ‘ডিরেক্টর হোক বা কর্মকর্তাÑ আমাদের তদন্ত কমিটি আছে, তারা সিদ্ধান্ত দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত। যেহেতু তদন্ত কমিটি ঘোষণা করা হয়েছে, বোর্ড এখন তাদের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। আমরা কিন্তু বোর্ড, সভাপতি কিংবা কোনো পরিচালক কোনো সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার রাখি না। তদন্ত কমিটি যদি চার কর্মকর্তাকে ওএসডি করতে বলে তাহলে আমরা চারজনকে ওএসডি করব।’

তানিম আরও জানিয়েছেন, ‘তদন্ত কমিটি কিন্তু পরিচালককে নিয়েও তদন্ত করবে। কাউকে ছেড়ে তদন্ত করবে না। যদি আমার বিরুদ্ধেও কোনো অভিযোগ উঠত, তাহলে আমাকে নিয়েও তাদের তদন্ত করতে হতো। তদন্তের প্রয়োজনে যদি তারা আমাকে সরিয়ে দিতে বলে তাহলে আমাকে সরিয়ে দিতে হবে। যেই অভিযোগটি এসেছে সেটি যদি সত্যি হয় তাহলে সহ্য করা হবে না।’

তদন্ত কমিটির সুপারিশে যে কোনো মুহূর্তে যে কাউকেই ওএসডি করতে বিসিবি বাধ্য থাকবে এমনটাই জানিয়েছেন তিনি।

এদিকে দুদিন পর শনিবার রাতে তিন সদস্যের কমিটির নাম ঘোষণা করেছে বিসিবি। তিন সদস্যের কমিটির আহ্বায়ক সুপ্রিমকোর্টের আপিলেট ডিভিশনের অবসরপ্রাপ্ত বিচারক তারিক উল হাকিম। কমিটির অন্য দুই সদস্য বিসিবির একমাত্র নারী পরিচালক রুবাবা দৌলা ও সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। ব্যারিস্টার সারওয়াত বাংলাদেশ উইমেন্স স্পোর্টস ফেডারেশনের সভানেত্রীও।

আইসিসির সভায় যোগ দিয়ে গতকাল সন্ধ্যায় দেশে ফেরেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার সিদ্ধান্ত নেওয়ার পরেই ঘোষণা করা হয় কমিটি। 

জাহানারার অভিযোগ আমলে নিয়ে তার পাশে থাকার কথা বলেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জাহানারা আইনিব্যবস্থা নিতে চাইলে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথাও বলা হয়েছে।

বাংলাদেশ নারী দলের হয়ে ১৩৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন জাহানারা। নারী ক্রিকেটারদের প্রথম সারির সেনানিদের একজন তিনি। বর্তমানে অস্ট্রেলিয়াতে আছেন। সেখানে ক্রিকেট খেলার পাশাপাশি লেভেল-২ কোচিং কোর্স সম্পন্ন করেছেন।

মঞ্জুকে ২০২০ সালের অক্টোবরে নারী ক্রিকেটের প্রধান নির্বাচক করা হয়। পরে টিম ম্যানেজারের দায়িত্বও পালন করেছেন তিনি। এ ছাড়া বাংলা টাইগার্সের প্রোগ্রাম ম্যানেজার ছিলেন তিনি। এখন চায়নাতে অবস্থান করছেন। সেখানে চায়না জাতীয় নারী দলের কোচের ভূমিকায় কাজ করছেন। যৌন নিপীড়নের অভিযোগের পর তোপের মুখে পড়েছেন মঞ্জু। নীরবতা ভেঙে তিনি জানিয়েছেন, বিসিবির তদন্ত কমিটির মুখোমুখি হতে তিনি প্রস্তুত। একই সঙ্গে রাষ্ট্রীয়ভাবে কোনো তদন্ত কমিটি গঠন করা হলে সেখানেও নিজের কথা বলতে চান জাতীয় দলের সাবেক এ পেসার।