বৃষ্টি নিশ্চিত করল, সিরিজ হারছে না নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
১০ নভেম্বর ২০২৫, ১২:১৯
শেয়ার :
বৃষ্টি নিশ্চিত করল, সিরিজ হারছে না নিউজিল্যান্ড

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচ জেতার পর টানা দুই ম্যাচে জেতে স্বাগতিক নিউজিল্যান্ড। তবে পাঁচ ম্যাচের সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। তাতে নিশ্চিত হয়ে গেল, ঘরের মাঠে সিরিজ হারছে না কিউইরা।

শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জিতলে সিরিজ শেষ হবে সমতায়। আর নিউজিল্যান্ড জিতলে অবশ্যই, ম্যাচ বাতিল হলেও শিরোপা উঁচিয়ে ধরবেন মিচেল স্যান্টনাররা। 

আজ সোমবার বাংলাদেশ সময় সকালে খেলতে নামে দুই দল। নেলসনে বৃষ্টির শঙ্কা মাথায় নিয়ে ম্যাচটি শুরু হয় সময়মতোই। ৫ ওভার খেলা হয়েও যায়। এরপর বৃষ্টিতে বন্ধ হয় খেলা। পরে আবার শুরু হলেও ৯ বল পরই আবার নামে বৃষ্টি। এরপর আর শুরু হতে পারেনি ম্যাচ।

৬.৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ১ উইকেটে ৩৮। দুটি ছক্কায় ১৮ বলে ২১ রান করে আলিক আথানেজ আউট হন জিমি নিশামের বলে। আরেক ওপেনার আমির জাঙ্গু অপরাজিত থাকেন ১৮ বলে ১২ রান করে। ৩ বলে ৩ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক শেই হোপ।

আগামী বৃহস্পতিবার ডানেডিনে সিরিজ নির্ধারণী ম্যাচটি হবে।