বিপিএলে নাবিল গ্রুপের রাজশাহী ওয়ারিয়র্সে যোগ দিলেন তানজিদ
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নতুন শক্তি নিয়ে মাঠে নামছে দেশের অন্যতম প্রধান শিল্পগোষ্ঠী নাবিল গ্রুপের মালিকানাধীন রাজশাহী ওয়ারিয়র্স। দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন জাতীয় দলের তরুণ পেসার তানজিদ হাসান তামিম। একই অনুষ্ঠানে দলের হেড কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করেছেন সাবেক জাতীয় ক্রিকেটার হান্নান সরকার।
রোববার সন্ধ্যায় রাজশাহীর নাবিল হাউসে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাবিল গ্রুপের পরিচালক ইজাজ আবরার নাবিল, যিনি স্পন্সর প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষরের পর তানজিদ হাসান তামিম বলেন, ‘রাজশাহী ওয়ারিয়র্সে খেলতে পারা আমার জন্য গর্বের। দলের সাফল্যে নিজের সর্বোচ্চটা দিতে চাই। রাজশাহীর ক্রিকেটপ্রেমীরা সবসময় যেভাবে সমর্থন দেন, সেটিই আমাদের শক্তি।’
নাবিল গ্রুপের পরিচালক ইজাজ আবরার নাবিল জানান, ‘নাবিল গ্রুপ সবসময়ই দেশের ক্রিকেটের উন্নয়নে পাশে থাকতে চায়। তামিম ও হান্নান সরকারের যোগদান রাজশাহী ওয়ারিয়র্সের শক্তি ও সম্ভাবনা আরও বাড়াবে। নাবিল গ্রুপের লক্ষ্য কেবল চ্যাম্পিয়ন হওয়াই নয়, বরং খেলোয়ার তৈরিতে পৃষ্ঠপোষকতা করতে চাই আমরা।’
নাবিল গ্রুপ-রাজশাহী ওয়ারিয়র্স টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, খুব শিগগিরই দলের পূর্ণাঙ্গ স্কোয়াড, জার্সি এবং ট্রেনিং ক্যাম্পের সূচি ঘোষণা করা হবে। অনুষ্ঠানে রাজশাহীর বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া পৃষ্ঠপোষকরা উপস্থিত ছিলেন।