টানা ৮ ছক্কা হাঁকিয়ে দ্রুততম ফিফটিতে ভারতীয় ক্রিকেটারের বিশ্বরেকর্ড
ক্রিকেটের এক ওভারে ৬টি ছক্কার রেকর্ড অনেক ক্রিকেটারই গড়েছেন। তবে তাদের কেউই ছক্কার সংখ্যাটি আটে নিয়ে যেতে পারেননি। প্রথমবারের মতো টানা আট ছক্কা হাঁকানোর এই কাজটি করেছেন ভারতের মেঘালয়ের ক্রিকেটার আকাশ কুমার চৌধুরী।
আজ রোববার এই রেকর্ড গড়েন আকাশ। সুরাটে অনুষ্ঠিত রঞ্জি ট্রফির প্লেট গ্রুপের ম্যাচে অরুণাচল প্রদেশের বিপক্ষে দ্বিতীয় দিনের খেলায় কীর্তিটি গড়েন তিনি।
মেঘালয়ের ইনিংসের ১২৬তম ওভারে বল করতে আসেন বাঁহাতি স্পিনার লিমার দাবি। সেই ওভারের প্রতিটি বলই সীমানাছাড়া করেন আকাশ। তিনি এদিন ব্যাট করতে নামেন আট নম্বরে। একটি ডট ও দুটি সিঙেল দিয়ে ইনিংস শুরু করলেও এরপরই রূদ্রমূর্তি ধারণ করেন এই ডানহাতি। টানা ৮ বলে হাঁকান ছক্কা।
মাত্র ১১ বলে অর্ধশতক পূর্ণ করেন আকাশ। ফার্স্ট ক্লাস ক্রিকেটে এর চেয়ে কম বলে অর্ধশতক হাঁকাতে পারেননি আর কেউই। আকাশ ভেঙেছেন লিচেস্টারশায়ারের ওয়েইন নাইটের রেকর্ড, যিনি ২০১২ সালে ১২ বলে অর্ধশতক হাঁকিয়েছিলেন। ১৯৬৫ সালে ক্লাইভ ইনম্যান করেছিলেন ১৩ বলে।