পঞ্চম পাকিস্তানি হিসেবে বাবরের ১৫ হাজার
পঞ্চম পাকিস্তানি ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান পূরণ করেছেন বাবর আজম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকাল ২৭ রান করে আউট হলেও দুর্দান্ত এই মাইলফলক স্পর্শ করেন তিনি।
অবশ্য বাবরের বড় অবদান ছাড়াই দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দেয় পাকিস্তান। আবরার আহমেদের ৪ উইকেটে প্রথমে ব্যাট করা প্রোটিয়ারা অলআউট হয় ১৪৩ রানে। জবাব দিতে নেমে সাইম আইয়ুবের ৭৭ রানে ৭ উইকেটের জয় পায় পাকিস্তান। বাবর এদিন ৩২ বলে ২৭ রান করে আউট হন।
বাবরের আগে আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানি ব্যাটারদের মধ্যে ১৫ হাজার রান করেছেন ইনজামাম-উল-হক, ইউনিস খান, মোহাম্মদ ইউসুফ ও জাভেদ মিয়াঁদাদ। রান তোলায় পাকিস্তানিদের মধ্যে সবার ওপরে ইনজামাম।
পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান
ইনজামাম-উল-হক – ৫৪৭ ইনিংসে ২০ হাজার ৫৪১ রান
ইউনিস খান – ৪৯১ ইনিংসে ১৭ হাজার ৭৯০ রান
মোহাম্মদ ইউসুফ – ৪২৬ ইনিংসে ১৭ হাজার ১৩৪ রান
জাভেদ মিয়াঁদাদ – ৪০৭ ইনিংসে ১৬ হাজার ২১৩ রান
বাবর আজম – ৩৭০ ইনিংসে ১৫ হাজার ৪ রান