রেকর্ড জুটি গড়েও নিউজিল্যান্ডের কাছে হারল উইন্ডিজ
নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে জমজমাট এক টি-টোয়েন্টি সিরিজ দেখছে ক্রিকেটবিশ্ব। সিরিজের প্রথম প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল ৭ রানে, বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ড ঘুরে দাঁড়িয়ে জেতে ৩ রানে। তৃতীয় ম্যাচে কিউইরা জিতল মাত্র ৯ রানে।
নেলসনে এই জয়ে ৫ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক নিউজিল্যান্ড। আগামীকাল সকালে একই মাঠে অনুষ্ঠিত হবে সিরিজের চতুর্থ ম্যাচ।
স্যাক্সটন ওভালে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৭৭ রান করে নিউজিল্যান্ড। লক্ষ্য তাড়ায় ড্যারিল টাফির গতি আর ইশ সোধির ঘূর্ণিতে ওয়েস্ট ইন্ডিজ ১ বল বাকি থাকতে ১৬৮ রানে অলআউট হয়।
এদিন রোমারিও শেফার্ড ও সামার স্প্রিঙ্গার নবম উইকেট জুটিতে যোগ করেন ৭৮ রান, যা ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি ইতিহাসে তো বটেই; টেস্ট খেলুড়ে কোনো দলের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ। এর আগে এই সংস্করণে সর্বোচ্চ জুটি ছিল ৭২ রানের। শেফার্ড আছেন সেখানেও। ২০২২ সালে বার্বাডোজে আকিল হোসেনকে নিয়ে সেই জুটি গড়েছিলেন শেফার্ড। সেই ম্যাচে ক্যারিবিয়ানরা হারে ১ রানে।