ব্রিজবেনে বৃষ্টির কল্যাণে সিরিজ জয় ভারতের
ভারতের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প ছিল না অস্ট্রেলিয়ার। কিন্তু স্বাগতিকদের সঙ্গে বিরূপ আচরণ করলো প্রকৃতি। লড়াইয়ের সূযোগই পেল না তারা। বৃষ্টিতে ম্যাচ ভেসে যাওয়ায় আগেই এগিয়ে থাকা ভারত সিরিজ জিতে নিয়েছে।
ব্রিজবেনে টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে ভারত। দুই উদ্বোধনী ব্যাটসম্যান আভিশেক শার্মা ও শুবমান গিলের ঝড়ো ব্যাটিংয়ে ৪.৪ ওভারেই স্কোরবোর্ডে ৫০ রান তুলে ফেলে সফরকারীরা। তবে এর এক বল পরই শুরু হয় বৃষ্টি, যে কারণে পরে আর খেলা পুনরায় শুরুই করা যায়নি।
এর আগে, সিরিজের প্রথম ম্যাচও ভেসে গিয়েছিল বৃষ্টিতে। দ্বিতীয় ম্যাচ জিতে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। পরের দুটিতে জিতে সিরিজে লিড নেয় ভারত। সেটাই শেষ পর্যন্ত গড়ে দিল ব্যবধান। ২-১ ব্যবধানে জিতে গেল সফরকারী দলটি।