স্পেন দলে ফিরলেন ইয়ামাল, ইংল্যান্ড দলে বেলিংহ্যাম-ফোডেন

স্পোর্টস ডেস্ক
০৮ নভেম্বর ২০২৫, ১৬:১২
শেয়ার :
স্পেন দলে ফিরলেন ইয়ামাল, ইংল্যান্ড দলে বেলিংহ্যাম-ফোডেন

বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলতে স্কোয়াড ঘোষণা করল স্পেন ও ইংল্যান্ড। স্থানীয় সময় শুক্রবার (৮ নভেম্বর) স্কোয়াড ঘোষণা করেছে দল দুটি।

ঘোষিত স্পেন দলে জায়গা পেলেন লামিনে ইয়ামাল। চোটের কারণে এক মাস ধরে জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। আর চার বছর পর স্পেন দলে জাতীয় দলে জায়গা পেলেন মিডফিল্ডার পাবলো ফোরনালস। কোচ লুইস দে লা ফুয়েন্তে স্কোয়াডে ফিরিয়েছেন ডিফেন্ডার এমেরিক লাপোর্তেকেও। এ ছাড়া সর্বশেষ ২০২১ সালে জাতীয় দলে খেলা রিয়াল বেটিসের অ্যাটাকিং মিডফিল্ডার ফোরনালসও দলে জায়গা পেয়েছেন।  তবে এবারও দলে জায়গা হয়নি আলভারো মোরাতার, চোটের কারণে জায়গা পাননি  নিকো উইলিয়ামসও।

আগামী ১৫ নভেম্বর জর্জিয়া এবং ১৮ নভেম্বর তুরস্কের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে ২০১০ আসরের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। ইউরোপ অঞ্চলের বাছাইয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে আছে স্পেন। চার ম্যাচের সবকটিতে জিতে ১২ পয়েন্ট অর্জন করেছে স্পেন।

অন্যদিকে, ইংল্যান্ড দলে আট মাস পর জায়গা পেলেন ফিল ফোডেন। সর্ববশেষ দুই ম্যাচে দলের বাইরে থাকা জুড বেলিংহ্যামও জায়গা পেয়েছেন। তবে ফর্মে থাকলেও জায়গা পাননি ব্রাইটনের ফরোয়ার্ড ড্যানি ওয়েলবেক, ফর্মহীনতায় জায়গা হয়নি রিয়াল মাদ্রিদের ফুলব্যাক ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের। একইভাবে কোচ টমাস টুখেলের আস্থা অর্জন করতে পারেননি মিডফিল্ডার জ্যাক গ্রিলিশ। প্রথমবার ইংল্যান্ড জাতীয় দলে ডাক পেয়েছেন বোর্নমাউথের মিডফিল্ডার অ্যালেক্স স্কট। সর্বশেষ ইউরোপিয়ান অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপ জয়ী ইংল্যান্ড দলে খেলেছেন তিনি।

বিশ্বকাপ বাছাইয়ের আগামী ১৩ নভেম্বর ঘরের মাঠে সার্বিয়ার বিপক্ষে। আর ১৬ নভেম্বর আলবেনিয়ার মাঠে খেলতে যাবে টুখেলের দল। এই মুহূর্তে ‘কে’ গ্রুপের শীর্ষে থাকা ইংলিশদের পয়েন্ট ১৮। ছয় ম্যাচের সবকটিতে জিতে তারা ইউরোপ থেকে সবার আগে বিশ্বকাপের টিকিট কেটেছে ইংলিশরা।

আমাদের সময়/জেআই