ইকবালের ৬ উইকেট, তবুও হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
০৭ নভেম্বর ২০২৫, ১৮:৪৪
শেয়ার :
ইকবালের ৬ উইকেট, তবুও হারল বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে আফগানিস্তানের যুবাদের বিপক্ষে টানা দুই ম্যাচে হার দেখল বাংলাদেশ। ৫ ম্যাচের সিরিজের চতুর্থটিতে ইকবাল হোসেন ইমন ৬ উইকেট নেওয়ায় ২৫৮ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। তবে জবাব দিতে নেমে ৯ উইকেট হারিয়ে ২১১ রানের বেশি করতে পারেনি লাল-সবুজ জার্সিধারীরা। 

রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বাংলাদেশের হার ৪৭ রানে। সিরিজের প্রথম ম্যাচ বাংলাদেশ জেতার পর দ্বিতীয় ম্যাচ হয় পরিত্যক্ত। তবে তৃতীয় ও চতুর্থ ম্যাচে জিতে ৫ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল আফগান যুবারা। 

আফগানিস্তানের আজকের জয়ের নায়ক ফায়সাল খান। টানা দ্বিতীয় সেঞ্চুরি হাঁকানো এই তরুণ তিন নম্বরে নেমে ১০ চার ও ৪ ছক্কায় ১১৬ বলে ১১২ রানের ইনিংস খেলে আবারও ‘ম্যান অব দা ম্যাচ’ হন। শেষদিকে ইমনের শক্ত বোলিংয়ে ৪০ ওভারে ৩ উইকেটে ১৯৩ রান থেকে তিন বল বাকি থাকতে ২৫৮ রানে অলআউট হয় আফগানিস্তান।

প্রথম ম্যাচে ৫ উইকেট নেওয়া ইকবাল এবার ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৫১ রানে নেন ৬টি। যুব ওয়ানডেতে বাংলাদেশের হয়ে চতুর্থ সেরা বোলিং এটি।

জবাব দিতে নেমে ৪০ রানে বাংলাদেশ হারিয়ে ফেলে ৬ উইকেট! সেখান থেকে ৯ উইকেটে ২১১ পর্যন্ত যেতে পারে তারা আবদুল্লাহর নৈপুণ্যে। সপ্তম উইকেটে দেবাশিস সরকারের সঙ্গে ১০৮ ও অষ্টম উইকেটে স্বাধীন ইসলামের সঙ্গে ৫৯ রানের জুটি গড়েন আবদুল্লাহ। ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৬০ বলে ক্যারিয়ার সেরা ৯৫ রান করে শেষ ওভারে আউট হন তিনি। ৬ চার ও ৩ ছক্কায় গড়া তার ইনিংসটি। দেবাশিস ৪ ছক্কা ও ২ চারে করেন ৬১ বলে ৫১।