জাহানারার নিপীড়নের অভিযোগ নিয়ে তামিমের পর সরব মাশরাফি
বিসিবির সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলামসহ আরও কয়েকজনের বিরুদ্ধে জাহানারা আলমের নিপীড়নের অভিযোগ আনার পর হইচই শুরু হয়েছে। জাহানারার পাশে থাকার আশ্বাস দিচ্ছেন অনেকেই। বড় বার্তা দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এবার আরেক সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও ব্যাপারটি নিয়ে মুখ খুলেছেন।
যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিসিবির তদন্ত কমিটি নয়, জাতীয় ক্রীড়া পরিষদ কিংবা সরকারি পর্যায়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা উচিত বলে মনে করেন তামিম।
শুক্রবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তামিম বলেন, ‘বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে বটে। তবে আমি মনে করি, এসব অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় ক্রীড়া পরিষদ কিংবা সরকারী পর্যায়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা উচিত, যেখানে বিসিবি সংশ্লিষ্ট কেউ থাকবেন না, যাতে বিন্দুমাত্র পক্ষপাতের সুযোগ না থাকে। যত দ্রুত সম্ভব এই কমিটি গঠন করা উচিত ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যাপারটিকে দেখা উচিত। দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করে দোষী যে-ই হোক, যার যতটুকু দায় থাকুক, উপযুক্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’
তবে বিসিবি কমিটির ওপর আস্থা রাখলেও প্রভাবমুক্ত রাখার ওপরে গুরুত্ব দিয়েছেন মাশরাফি। শুক্রবার ফেসবুকে দেওয়া এক পোস্টে বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট ও গোটা ক্রীড়াঙ্গনের স্বার্থে জাহানারা আলমের প্রতিটি অভিযোগ বিসিবি গুরুত্ব দিয়ে দেখবে আশা করি। আশা করি, বিসিবির তদন্ত কমিটি পুরোপুরি প্রভাবমুক্ত থেকে কাজ করবে এবং অভিযোগের সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করবে, যেন এসবের পুনরাবৃত্তি আর কখনো না হয়। বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিরাপদ হোক সবার জন্য।’