৯ বলে আকবরের ৩২, কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ
৬ ওভার ও ৬ ক্রিকেটারের টুর্নামেন্ট হংকং সিক্সেসে আয়োজক দেশের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। শ্রীলংকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচটি তাই ছিল বাঁচা-মরার লড়াই। যেখানে লংকানদের ১৪ রানে হারিয়ে পুল ‘ডি’ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে লাল-সবুজ জার্সিধারীরা। মাত্র ৯ বলে এদিন ৩২ রান করেছেন অধিনায়ক আকবর আলী।
মং ককে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৬ ওভারে ৫ উইকেটে ৭৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে রান তাড়ায় ৬১ রানেই অলআউট হয়ে যায় লঙ্কানরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ইনিংস আকবরেরই। ৩২ রান করার পথে ২টি চারের সঙ্গে হাঁকিয়েছেন ৪টি ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ ৭ বলে ২১ রান করেন হাবিবুর রহমান সোহান। তাতে নির্ধারিত ৬ ওভারে ৫ উইকেটে ৭৫ রান সংগ্রহ করে বাংলাদেশ।
বল হাতে প্রতিপক্ষকে আটকে রাখেন আবু হায়দার রনি ও মোসাদ্দেক হোসেন। প্রথম ওভারেই দলকে সাফল্য এনে দেন রনি। পরের ওভারে উইকেটের দেখা পান মোসাদ্দেক। উইকেটের দেখা পেয়েছেন তোফায়েলও। লঙ্কানদের হয়ে ১২ বলে সর্বোচ্চ ১৮ রান করেন ধনাঞ্জয়া লক্ষ্মণ। দুই ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন মোসাদ্দেক হোসেন সৈকত। পরে ম্যাচসেরা হন তিনিই।
কোয়ার্টার ফাইনালে আগামীকাল শনিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।