৬ ছক্কাসহ ওভারে ৩৮ রান নিলেন পাকিস্তানের আব্বাস

স্পোর্টস ডেস্ক
০৭ নভেম্বর ২০২৫, ১৪:০৫
শেয়ার :
৬ ছক্কাসহ ওভারে ৩৮ রান নিলেন পাকিস্তানের আব্বাস

হংকং সিক্সেস টুর্নামেন্টে দানবীয় ব্যাটিং করেছেন পাকিস্তানের ব্যাটার আব্বাস আফ্রিদি। ৬ জন ক্রিকেটার নিয়ে হওয়া ৬ ওভারের এই টুর্নামেন্টে কুয়েতকে উড়িয়ে দেওয়ার পথে ছক্কার রেকর্ড গড়েন তিনি। 

মংক ককের মিশন রোড গ্রাউন্ডে প্রথমে ব্যাট করে ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ১২৩ রান করে কুয়েত। জবাব দিতে নেমে ৬ ওভারে ১ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। জয় আসে ৪ উইকেটে। 

পাকিস্তানের একমাত্র ব্যাটার হিসেবে আউট হন আবদুল সামাদ (১ বলে ০)। এছাড়া মুহাম্মদ শাহজাদ ও অধিনায়ক আফ্রিদি রিটায়ার্ড হার্ট হিসেবে ক্রিজ ছাড়েন। ৮ বলে ১৪ রান করেন শাহজাদ। আর ১২ বলে ৫৫ রান করেন আফ্রিদি। এছাড়া ওপেনার খাজা নাফাই ১১ বলে ২৫ ও শহিদ আজিজ ৫ বলে ২৩ রানে অপরাজিত থাকেন। 

৫৫ রানের ইনিংস খেলার পথে ১টি চারের পাশাপাশি ৮টি ছক্কা হাঁকান আফ্রিদি। এর মধ্যে পঞ্চম ওভারেই ৩৮ রান আদায় করেন তিনি। প্রথম ৬ বলেই ৬টি ছক্কা হাঁকান তিনি। এর মধ্যে ষষ্ঠ বল আবার ছিল নো বল। তবে শেষ বলে আর ছক্কা হাঁকাতে পারেননি তিনি। লেগ বাইতে আসে এক রান। 

এর মাধ্যমে রেকর্ডও গড়েন আফ্রিদি। আফ্রিদির ৮টি ছক্কা টুর্নামেন্টের ইতিহাসে এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ। এই রেকর্ড আগে থেকেই ছিল ইংল্যান্ডের রবি বোপারা, বাংলাদেশের জিশান আলম ও নেপালের রশিদ খানের। টুর্নামেন্টের এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড ইংল্যান্ডের এডওয়ার্ড জর্জ বার্নার্ডের। ২০২৪ সালে ওমানের বিপক্ষে ৯টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি।