উইলিয়ামসনকে ছাড়াই নিউজিল্যান্ডের ওয়ানডে দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
০৭ নভেম্বর ২০২৫, ১২:২৭
শেয়ার :
উইলিয়ামসনকে ছাড়াই নিউজিল্যান্ডের ওয়ানডে দল ঘোষণা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে ডাকা হয়েছে পেসার ম্যাট হেনরিকে। কিউইদের সেরা এই পেসার ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজের শেষ দুইটি ওয়অনডে খেলতে পারেননি। 

জায়গা ধরে রেখেছেন ৩২ বছর বয়সী ব্লেয়ার টিকনারও। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডেতে পরপর দুটি প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরষ্কার জিতেছিলেন তিনি। ওই দুই ম্যাচে ১২.২৫ গড়ে আট উইকেট নেন তিনি। অথচ সিরিজটির আগে ২০২৩ সালের পর থেকে নিউজিল্যান্ডের হয়ে কোনো ওয়ানডে-ই খেলেননি তিনি। 

তবে নিউজিল্যান্ডের ইনজুরির সমস্যা কাটেনি। চোটের কারণে খেলতে পারবেন না মোহাম্মদ আব্বাস (পাঁজর), ফিন অ্যালেন (পা), লকি ফার্গুসন (হ্যামস্ট্রিং), অ্যাডাম মিলনে (গোড়ালি), উইল ও'রোর্ক (পিঠ), গ্লেন ফিলিপস (কুঁচকি) এবং বেন সিয়ার্সের (হ্যামস্ট্রিং) মতো তারকারা। 

অধিনায়ক কেন উইলিয়ামসনকেও দলে রাখা হয়নি। ২ ডিসেম্বর থেকে শুরু হওয়া টেস্ট সিরিজের প্রস্তুতি নিচ্ছেন তিনি। উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজটি ১৬ নভেম্বর ক্রাইস্টচার্চে শুরু হবে, দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে যথাক্রমে ১৯ নভেম্বর নেপিয়ারে এবং ২২ নভেম্বর হ্যামিল্টনে অনুষ্ঠিত হবে।

নিউজিল্যান্ডের ওয়ানডে দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাক ফাউলকস, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম (উইকেটরক্ষক), ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার এবং উইল ইয়ং।