ভারত-শ্রীলংকা বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত করেছে আইসিসি

স্পোর্টস ডেস্ক
০৬ নভেম্বর ২০২৫, ২২:৫৬
শেয়ার :
ভারত-শ্রীলংকা বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত করেছে আইসিসি

ভারত ও শ্রীলংকার যৌথ আয়োজনে ২০২৬ পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত করেছে আইসিসি। ভেন্যুগুলো হলো ভারতের আহমেদাবাদ, দিল্লি, কলকাতা, চেন্নাই ও মুম্বাই। জানা গেছে, শ্রীলংকার কলম্বো ও ক্যান্ডির দুটি মাঠকে ভেন্যু হিসেবে প্রাথমিকভাবে নির্বাচিত করেছে আইসিসি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি, আর ৮ মার্চ আহমেদাবাদে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মাত্র তিন মাস বাকি থাকতে আইসিসি আগামী সপ্তাহেই পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করতে পারে। অংশগ্রহণকারী দেশগুলোর বেশিরভাগই এখনো দলবিন্যাস ও ম্যাচের সময়সূচি জানার অপেক্ষায় আছে। এছাড়া, টুর্নামেন্টের টিকিট সংক্রান্ত তথ্যও এখনো প্রকাশ করেনি আইসিসি।

পাকিস্তান দল তাদের সব ম্যাচ খেলবে শ্রীলংকায়, ভারত ও পাকিস্তানের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই ও পিসিবি) মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী— একে অপরের দেশে আয়োজিত বহুজাতিক টুর্নামেন্টে দুই দল নিরপেক্ষ ভেন্যুতে খেলবে। যদি পাকিস্তান ফাইনালে ওঠে, তাহলে সেই ম্যাচটিও অনুষ্ঠিত হবে শ্রীলংকায়।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাট আগের আসরের মতোই থাকবে-২০টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে, প্রতিটি গ্রুপে পাঁচটি করে দল। প্রতিটি দল গ্রুপের অন্যদের সঙ্গে একবার করে খেলবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল উঠবে সুপার এইট পর্বে, যেখানে তারা দুটি গ্রুপে ভাগ হবে। সুপার এইটের প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে সেমিফাইনালে, এবং সেখান থেকে বিজয়ীরা মুখোমুখি হবে ফাইনালে।

স্বাগতিক ভারত ও শ্রীলংকা ছাড়াও স্বয়ংক্রিয়ভাবে বিশ্বকাপে জায়গা পেয়েছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ সাত দল-আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে যোগ দিয়েছে নিউজিল্যান্ড, পাকিস্তান ও আয়ারল্যান্ড।

আমেরিকাস কোয়ালিফায়ার থেকে জায়গা পেয়েছে কানাডা। ইউরোপ কোয়ালিফায়ার থেকে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ইতালি, সঙ্গে নেদারল্যান্ডস। আফ্রিকা কোয়ালিফায়ার থেকে এসেছে নামিবিয়া ও জিম্বাবুয়ে, আর এশিয়া-ইস্ট প্যাসিফিক কোয়ালিফায়ার থেকে জায়গা করে নিয়েছে নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

উল্লেখ্য, ভারত বর্তমান টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন, তারা ২০২৪ সালের ফাইনালে বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জিতেছিল।