মিরাজ-নাসুম সিলেটে

স্পোর্টস ডেস্ক
০৬ নভেম্বর ২০২৫, ২২:৪০
শেয়ার :
মিরাজ-নাসুম সিলেটে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরের জন্য আজ ঘোষণা করা হয়েছে পাঁচটি দলের নাম। এবার নতুনভাবে যুক্ত হয়েছে সিলেট টাইটান্স নামের একটি দল। ইতোমধ্যে দলটি গঠন প্রক্রিয়া শুরু করেছে এবং কয়েকজন ক্রিকেটারের সঙ্গে চুক্তিও সম্পন্ন করেছে।

দলটির অন্যতম সাইনিং দুই জাতীয় দলের তারকা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ। জানা গেছে অলরাউন্ডার মিরাজের কাঁধেই সিলেট টাইটান্সের অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।

সিলেট টাইটান্সের পেস বোলিং কোচ হিসেবে থাকছেন একজন দেশি কোচ, আর টিম ডিরেক্টরের নামও ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। প্রধান কোচের দায়িত্বে থাকবেন একজন বিদেশি কোচ—এমনটিই জানা গেছে দলটির কাছ থেকে।

এর আগে গত বুধবার গুলশানের নাভানা টাওয়ারে বিপিএল গভর্নিং কাউন্সিলের সভা শেষে ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা চূড়ান্ত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এতে—রংপুর রাইডার্স পেয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস, চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি পেয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিস, রাজশাহী ফ্র্যাঞ্চাইজি পেয়েছে নাবিল গ্রুপ, সিলেট টাইটান্স পেয়েছে ক্রিকেট উইথ সামি এবং ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা গেছে চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান)-এর হাতে।

এবারের বিপিএলে নতুন রূপে মাঠে নামতে যাচ্ছে সিলেট টাইটান্স, মিরাজ-নাসুমদের নেতৃত্বে দলটি হয়ে উঠতে চায় আসরের অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী।