অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ে সিরিজে এগিয়ে ভারত
দারুণ এক দলীয় পারফরম্যান্সে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে গেল ভারত। কঠিন ব্যাটিং পরিস্থিতিতে প্রথমে ব্যাট করে মাঝারি মানের রান তুললেও বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সহজ জয় পায় স্বাগতিকরা। ভারতের ছয়জন বোলারই নেন অন্তত একটি করে উইকেট। এখন সিরিজে আর হারার সুযোগ নেই সূর্যকুমার যাদবের দলের।
টস হেরে আগে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ২০ ওভারে করে ১৬৭/৮। অস্ট্রেলিয়া একাদশে চারটি পরিবর্তন এনে ভারতের ওপেনারদের শুরু থেকেই চাপে রাখে। পাওয়ারপ্লে শেষে ভারতের রান ছিল ৪৯/০-অভিষেক শর্মা ১৮ বলে ২২ রানে অপরাজিত ছিলেন। সপ্তম ওভারের প্রথম বলেই অ্যাডাম জাম্পার বিরুদ্ধে ছক্কা হাঁকালেও একই ওভারে উইকেট হারান অভিষেক।
তিন নম্বরে নামা শিবম দুবে শুরুতে ধীর গতিতে খেললেও লং-অনে একটি বিশাল ছক্কা হাঁকিয়ে ছন্দে ফেরেন। অপর প্রান্তে শুভমান গিল ৩০ বলে ৩৪ রান করায় রানরেট আটের কাছাকাছি থাকলেও প্রয়োজনীয় ত্বরান্বিত করতে পারছিলেন না। নাথান এলিস ফিরে এসে দুবেকে আউট করেন, কিন্তু সূর্যকুমার যাদব নামেই ম্যাচের মোড় ঘুরে যায়। দুই ছক্কায় শুরু করেন তিনি, আর পরের ওভারে গিলও ছক্কা হাঁকিয়ে বড় সংগ্রহের ইঙ্গিত দেন।
তবে ইনিংসের শেষভাগে অস্ট্রেলিয়া দারুণভাবে ফিরে আসে। এলিসের ধীর গতির এক নিখুঁত বলে বোল্ড হয়ে যান গিল (৪৬), আর পরের ওভারেই আউট হন সূর্যকুমার। তিলক ভার্মা ও জিতেশ শর্মাকে একই ওভারে ফিরিয়ে জাম্পা ভারতকে চাপে ফেলে দেন। শেষদিকে অক্ষর প্যাটেলের ছোট কিন্তু কার্যকর ইনিংস ভারতের স্কোরকে ১৬০–এর ওপরে নিয়ে যায়।
জবাবে অস্ট্রেলিয়ার শুরুটাও ছিল ধীরগতির। প্রথম দুই ওভারে আসে মাত্র ১১ রান। এরপর ম্যাথিউ শর্ট আক্রমণাত্মক হয়ে ওঠেন-আশীদীপ সিংয়ের ওভারে বড় শটের পর বরুণ চক্রবর্তীকে ছক্কা হাঁকান। তবে পরের ওভারেই অক্ষর প্যাটেল এলবিডব্লিউর আবেদনে সাফল্য পান, শর্ট ফিরে গেলে ম্যাচের গতি বদলে যায়। জশ ইংলিস বুমরাহর বিরুদ্ধে দুটি বাউন্ডারি খেললেও অক্ষরের দ্বিতীয় শিকার হয়ে আউট হন। এরপর দুবে তার ধীর গতির বলে মিচেল মার্শকে ফেরান।
১০ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৭৭/৩-ম্যাচ তখনও উন্মুক্ত। কিন্তু দুবে ফাঁদে ফেলে টিম ডেভিডকে ফিরিয়ে দিলে ম্যাচের পাল্লা ভারী হয় ভারতের দিকে। এরপর আর্শদীপ জশ ফিলিপেকে আউট করেন, আর বরুণ চক্রবর্তী গ্লেন ম্যাক্সওয়েলকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে ধস নামান। শেষ ৩০ বলে ৬৫ রানের প্রয়োজন থাকলেও হাতে ছিল মাত্র চার উইকেট-যা আর পেরোনো সম্ভব হয়নি। শেষদিকে ওয়াশিংটন সুন্দর তুলে নেন শেষ চার উইকেটের তিনটি এবং ১৮.২ ওভারেই ১১৯ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।
সংক্ষিপ্ত ফলাফল:
ভারত: ২০ ওভারে ১৬৭/৮ (শুভমান গিল ৪৬; নাথান এলিস ৩/২১)
অস্ট্রেলিয়া: ১৮.২ ওভারে ১১৯ (মিচেল মার্শ ৩০; ওয়াশিংটন সুন্দর ৩/৩, অক্ষর প্যাটেল ২/২০)
ফলাফল: ভারত জয়ী ৪৮ রানে; সিরিজে এগিয়ে ২–১।