৪১১ রানের শ্বাসরুদ্ধকর ম্যাচে উইন্ডিজকে হারাল কিউইরা

স্পোর্টস ডেস্ক
০৬ নভেম্বর ২০২৫, ১৮:৩৬
শেয়ার :
৪১১ রানের শ্বাসরুদ্ধকর ম্যাচে উইন্ডিজকে হারাল কিউইরা

রোমাঞ্চকর সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টিতে মাত্র ৩ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে নিউজিল্যান্ড। অকল্যান্ডের ইডেন পার্কে বৃহস্পতিবারের এ জয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরেছে কিউইরা। যেখানে রোভম্যান পাওয়েলের আগুনঝরা ইনিংসেও শেষ পর্যন্ত জয় ধরা দেয়নি সফরকারীদের হাতে।

২০৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১৩তম ওভারের শেষদিকে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ৮৩/৬। কিন্তু পাওয়েল মাত্র ১৬ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচে উত্তেজনা ফেরান। তাকে দারুণ সঙ্গ দেন রোমারিও শেফার্ড (১৬ বলে ৩৪) ও ম্যাথিউ ফোর্ড (১৩ বলে অপরাজিত ২৯)। শেষ চার বলে দরকার ছিল ৭ রান, কিন্তু কাইল জেমিসন তার ধীরগতির বলের ভেলকিতে মাত্র ৩ রান দেন এবং দলকে নাটকীয় জয় এনে দেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো সূচনা পায় নিউজিল্যান্ড। ওপেনার ডেভন কনওয়ে ও টিম রবিনসন সাত ওভারে ৫৫ রানের জুটি গড়েন। দ্রুত দুজনই আউট হলে ইনিংসের ভার নেয় রাচিন রবীন্দ্র ও মার্ক চ্যাপম্যান। শুরুতে ধীরগতির হলেও ১৩ ওভারের শেষে দলীয় স্কোর যখন ৮১/২, তখন চ্যাপম্যান মারমুখী ব্যাটিং শুরু করেন।

শেফার্ডের এক ওভারেই তিন ছক্কা ও এক চার মেরে ঝড় তোলেন চ্যাপম্যান। এরপর জেডেন সিলসের ওভার থেকেও তোলেন ২৩ রান। এ সময় রবীন্দ্র আউট হলেও ড্যারিল মিচেল এসে আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান। আখিল হোসেইনের এক ওভার থেকে তিনটি ছক্কা তুলে নিয়ে দুজন মিলে স্কোরটা দ্রুত এগিয়ে দেন। শেষ চার ওভারে আসে ৮২ রান—যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

শেষ ওভারে মিচেল স্যান্টনার ও মিচেলের আক্রমণে আরও ১৯ রান যোগ হয়, এবং ২০০ রানের গণ্ডি পেরিয়ে যায় নিউ জিল্যান্ড।

জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ছিল খুবই ধীর। ইনিংসের প্রথম ওভারেই ব্র্যান্ডন কিং শূন্য রানে আউট হন। অ্যালিক আথানাজে কিছু ছক্কা ও চার মারলেও পাওয়ারপ্লে শেষে রান আসে কেবল বলের সমান। এরপর একের পর এক উইকেট হারিয়ে ১১ ওভারে ৭৪/৪ অবস্থায় পড়ে দলটি।

জেসন হোল্ডার ইশ সোধির ওভারে দুটি ছক্কা মারলেও দ্রুত আউট হন। এরপর নেমে আসে নিচের সারির ব্যাটারদের ঝড়। চার ওভারে ৭৫ রান তুলে ম্যাচে ফেরে ওয়েস্ট ইন্ডিজ, যেখানে নেতৃত্ব দেন পাওয়েল। শেষ ওভারে দরকার ছিল ১৬ রান। দুই চার আসলেও শেষ পর্যন্ত জেমিসনের দারুণ বোলিংয়ে ২০৪/৮ তে থামে ইনিংস।

সংক্ষিপ্ত ফলাফল:

নিউজিল্যান্ড: ২০ ওভারে ২০৭/৫ (মার্ক চ্যাপম্যান ৭৮, টিম রবিনসন ৩৯; রস্টন চেজ ২/৩৩)

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ২০৪/৮ (রোভম্যান পাওয়েল ৪৫, রোমারিও শেফার্ড ৩৪; মিচেল স্যান্টনার ৩/৩১, ইশ সোধি ৩/৩৯)

নিউজিল্যান্ড জয়ী ৩ রানে