মোদির ত্বকচর্চার গোপন রহস্য জানতে চাইলেন নারী ক্রিকেটার
ভারতের বিশ্বকাপজয়ী নারী ক্রিকেট দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বৃহস্পতিবার তাদের এই সাক্ষাতের ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়। যেখানে আলাপচারিতার এক পর্যায়ে ক্রিকেটার হারলিন দেওল মজার ছলে প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করেন তার ত্বকের যত্নের গোপন রহস্য কী? হাস্যোজ্জ্বল মোদি জবাবে বলেন, ‘আমি এসব নিয়ে ভাবিই না।’
মোদি অধিনায়ক হারমানপ্রীত কৌরের নেতৃত্বাধীন দলকে অভিনন্দন জানান। এদিন বিশ্বচ্যাম্পিয়নরা ফরমাল পোশাক ও বিজয়ী মেডেল পরে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। তিনি প্রশংসা করেন দলের অসাধারণ প্রত্যাবর্তনের, যারা লিগ পর্বে তিনটি হার ও সামাজিক মাধ্যমের সমালোচনার পরও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শিরোপা জয় করেছে।
গত মঙ্গলবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভারতীয় নারী দল নয়াদিল্লিতে পৌঁছায় প্রধানমন্ত্রীর সঙ্গে নির্ধারিত সাক্ষাতের জন্য। যেখানে রবিবার নাভি মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে তারা প্রথমবারের মতো আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ ট্রফি জিতে নেয়।