ভেট্টোরির বদলে হেড কোচ বন্ড

স্পোর্টস ডেস্ক
০৬ নভেম্বর ২০২৫, ১৬:১৬
শেয়ার :
ভেট্টোরির বদলে হেড কোচ বন্ড

নিউজিল্যান্ডের সাবেক পেসার শেন বন্ডকে দুই বছরের চুক্তিতে বার্মিংহাম ফিনিক্সের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তিনি স্বদেশি ড্যানিয়েল ভেট্টোরির জায়গায় স্থলাভিষিক্ত হবে। ভেট্টোরি অবশ্য নতুন নামে যাত্রা শুরু করা সানরাইজার্স লিডস-এ অ্যান্ড্রু ফ্লিনটফের স্থলাভিষিক্ত হচ্ছেন।

বন্ড গত এক দশক ধরে আইপিএলে কোচ হিসেবে কাজ করছেন। ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্সের এবং ২০২৩ সাল থেকে রাজস্থান রয়্যালসের বোলিং কোচ হিসেবে। এছাড়া তিনি এসএ২০–এর পার্ল রয়্যালস ও বিগ ব্যাশের সিডনি থান্ডারের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ফিনিক্সের নতুন মালিকানা কাঠামোর অধীনে এটি তাদের প্রথম বড় পরিবর্তন। এখন দলটি যৌথভাবে পরিচালিত হচ্ছে ওয়ারউইকশায়ার ক্লাব ও যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান নাইটহেড ক্যাপিটাল–এর মাধ্যমে, যারা বার্মিংহাম সিটি ফুটবল ক্লাবেরও মালিক।

বন্ড ২০০২ সালে ওয়ারউইকশায়ারের হয়ে চার ম্যাচে ১২ উইকেট নিয়েছিলেন।

তার নিয়োগের মাধ্যমে ফিনিক্সে নিউজিল্যান্ডি সংযোগ আরও দৃঢ় হলো। ভেট্টোরির অধীনে গত মৌসুমে ট্রেন্ট বোল্ট, অ্যাডাম মিলনে ও টিম সাউদিরা বিদেশি খেলোয়াড় ছিলেন। ২০২৬ মৌসুমে তাদের মধ্যে কেউ ফিরবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।

অন্যদিকে, দ্য হানড্রেড-এর কোচিং সার্কিটেও বড় পরিবর্তন এসেছে-অ্যান্ডি ফ্লাওয়ার গেছেন লন্ডন স্পিরিটে, টম মুডি ছেড়েছেন ওভাল ইনভিনসিবলস, আর ফ্লিনটফ সানরাইজার্স ছেড়েছেন। শিগগিরই ভেট্টোরির নতুন দায়িত্ব ঘোষণার কথা রয়েছে।