আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের জার্সি প্রকাশ, কী আছে এতে

স্পোর্টস ডেস্ক
০৬ নভেম্বর ২০২৫, ১৩:৫৪
শেয়ার :
আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের জার্সি প্রকাশ, কী আছে এতে

উত্তর আমেরিকার তিন দেশ কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর আয়োজনে আগামী বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে খেলবে বা খেলার আশায় আছে এমন ২২টি জাতীয় দলের জার্সি উন্মোচন করেছে ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস। এর মধ্যে আছে ২০২২ সালের কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জার্সিও। 

আর্জেন্টিনার একটি গণমাধ্যম জানিয়েছে, আর্জেন্টিনার জার্সিতে ইতিহাস, উদ্ভাবন ও অতীত অর্জনের প্রতি শ্রদ্ধার ছাপ রয়েছে। প্রত্যাশিতভাবেই তিনটি বিশ্বকাপ জয়ের চিহ্ন হিসেবে জার্সিতে বসানো হয়েছে তিনটি তারকা। 

এছাড়া লম্বা ডোরাগুলোতে আছে আকাশি নীলের ছোঁয়া। পাশাপাশি জার্সিতে ঘাড়ের পেছনে খোদাই করে ‘১৮৯৩’ সাল লেখা। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) প্রতিষ্ঠিত হয় ওই বছরে। বুকের মাঝে সোনালি প্যাঁচ, ২০২২ সালে কাতারে আর্জেন্টিনার সর্বশেষ বিশ্বকাপ জয়ের প্রতীক এটি।

আর্জেন্টিনা জাতীয় দলের খেলোয়াড়দের এই জার্সিতে অভিষেক হবে আগামী ১৪ নভেম্বর, অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচে। অ্যাডিডাসের ওয়েবসাইট এবং নির্দিষ্ট কিছু দোকানে আজ থেকে জার্সিটি পাওয়া যাবে। সর্বনিম্ন ১০০ থেকে সর্বোচ্চ ১৮০ ডলারে জার্সিটি কেনা যাবে (১২ হাজার থেকে ২২ হাজার টাকা)। 

আর্জেন্টিনা ছাড়াও বাকি যে ২১ দেশের জার্সি উন্মোচন করা হয়েছে—আলজেরিয়া, বেলজিয়াম, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, জাপান, মেক্সিকো, উত্তর আয়ারল্যান্ড, পেরু, কাতার, সৌদি আরব, স্কটল্যান্ড, স্পেন, সুইডেন, ইউক্রেন, সংযুক্ত আরব আমিরাত, ভেনেজুয়েলা ও ওয়েলস।