পান্তকে ফিরিয়ে দ. আফ্রিকার বিপক্ষে ভারতের দল ঘোষণা
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ উপলক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী ১৪ নভেম্বর কলকাতায় শুরু হতে যাওয়া এই সিরিজে ফিরেছেন ইংল্যান্ড সফরে চোটে পড়া রিশাভ পান্ত।
গত মাসে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পারেননি পান্ত। বেঙ্গালুরুতে বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্সে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে প্রথম চার দিনের ম্যাচে ভারত ‘এ’ দলকে জয় এনে দিয়ে ম্যাচ ফিটনেস দেখিয়ে দিয়েছেন পান্ত।
পান্ত ছাড়াও ভারত টেস্ট দলে পিঠের চোট কাটিয়ে ফিরেছেন পেসার আকাশ দীপ। ইংল্যান্ড থেকে ফিরে দিলীপ ট্রফি ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলতে পারেননি তিনি। সম্প্রতি রঞ্জি ট্রফি দিয়ে আবারও ক্রিকেটে ফিরেছেন তিনি।
ভারতের টেস্ট অধিনায়ক শুভমান গিল, জাসপ্রিত বুমরাহ, নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর বর্তমানে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজে খেলছেন। ৮ নভেম্বর পাঁচ ম্যাচের সিরিজ শেষ হওয়ার পর তাদের টেস্ট দলে যোগ দেওয়ার কথা রয়েছে।
এদিকে, হোবার্টে তৃতীয় ম্যাচের পর কুলদীপ যাদবকে টি-টোয়েন্টি দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি যাতে ৬ নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে ভারত ‘এ’ দলের দ্বিতীয় চার দিনের খেলায় অংশ নিয়ে টেস্ট সিরিজের প্রস্তুতি নিতে পারেন, সেজন্য এই ব্যবস্থা।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচ ১৪ নভেম্বর কলকাতায় এবং ২২ নভেম্বর থেকে গুয়াহাটিতে শুরু হবে। গুয়াহাটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে টেস্ট।
ভারত বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৬১.৯০% পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যেখানে দক্ষিণ আফ্রিকা ৫০% পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। সম্প্রতি পাকিস্তানে ১-১ ব্যবধানে সিরিজ ড্র করেছে তারা।
দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতের স্কোয়াড
শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পান্ত (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুধারসন, দেবদত্ত পাডিক্কাল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জাসপ্রিত বুমরাহ, অক্ষর প্যাটেল, নীতীশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব এবং আকাশ দীপ।